AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা বলে কথা, সন্তানের জন্মদিনে বিশেষ কী আয়োজন করলেন মিমি?

Mimi Chakraborty: নিজের সাংসদ এলাকার কাজ দেখার পাশাপাশি পরিবার একা হাতে সামলাচ্ছেন তিনি। আর বাড়িতে রেখে আসা তিন সন্তানের দায়িত্ব। এবার তারই মধ্যে এক সন্তানের জন্মদিন বলে কথা। মা, মিমির কোনও বিশেষ আয়োজন থাকবে না, তা কি হয়?

মা বলে কথা, সন্তানের জন্মদিনে বিশেষ কী আয়োজন করলেন মিমি?
| Edited By: | Updated on: Jan 31, 2024 | 4:45 PM
Share

মিমি চক্রবর্তী, টলিপাড়ার এখন তিনি ব্যস্ততম অভিনেত্রী। মাঝে বেশ কিছু মাস মিমি চক্রবর্তীকে পর্দায় দেখা যায়নি। ভক্তরা অপেক্ষায় দিনগুনছিলেন। তবে ২০২৩ সালে মিমি চক্রবর্তী ওয়েবে প্রথম পা রাখলেন, টোটা রায় চৌধুরীর সঙ্গে কাজ করতে দেখা যায় তাঁকে, নাম যাহা বলিব সত্য বলিব। বেশ প্রশংসিত মিমি। বছর ঘুরতেই নিজের নতুন গানের ভিডিয়ো রিলিজ করেছেন তিনি। ব্যস্কি জীবনেও বেশ ব্যস্ত। নিজের সাংসদ এলাকার কাজ দেখার পাশাপাশি পরিবার একা হাতে সামলাচ্ছেন তিনি। আর বাড়িতে রেখে আসা তিন সন্তানের দায়িত্ব। এবার তারই মধ্যে এক সন্তানের জন্মদিন বলে কথা। মা, মিমির কোনও বিশেষ আয়োজন থাকবে না, তা কি হয়?

এবার বিশেষ কেক নিয়ে হাজির তিনি বাড়িতে। মাথায় টুপি পরে তাঁর তিন সন্তানের সঙ্গে তুললেন ছবি। বরাবরই সারমেয় প্রিয় মিমি চক্রবর্তী। তাঁর তিন পোষ্য। সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই পুত্র সন্তানের জন্মদিনের ভিডিয়ো শেয়ার করে মিমি লিখলেন, ‘আমার উলফ ছেলের সপ্তম জন্মদিন। কীভাবে সময় চলে যায়…।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। একের পর এক সেলেবদের কমেন্টে ভরতে থাকে পোস্ট।

যা দেখে আপ্লুত মিমি, সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘ম্যাক্সের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। তোমাদের সকলকে ভালবাসা।’ মিমির সাত বছরের এই সন্তানের নাম ম্যাক্স। প্রসঙ্গত মিমি এখন তাঁর একাধিক কাজ, ফোটোশুট নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সেই সকল ছবি পোস্ট করেও থাকেন তিনি। মিমি চক্রবর্তী বরাবরই তাঁর পোষ্যদের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। মিমি তিন সন্তানের মা, আগলে রাখেন।