আবেগঘন পোস্টে মিমি বারবার ডাকছেন তাঁর ‘প্রিয়’-কে, বলছেন ‘চলে এসো আমার কাছে’
স্মৃতিতে তাকে আবার ফিরিয়েছেন মিমি, আবেগঘন ভিডিয়োর ক্যাপশন—'একবার আয়…’
না শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি তাকে। তারকা-সাংসদের দুই ‘ছেলে’। ম্যাক্স এবং চিকু। তবে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় একটি। মিমি চক্রবর্তীর পোষ্য, তাঁর সাধের ‘চিকু’।
আশার আলো দপ করে জ্বলে নিভে গিয়েছিল। ইনস্টা পোস্টে চিকুর সঙ্গে নিজের একটি ভিডিয়ো শেয়ার করে চিকুর বয়ানে মিমি লিখেছিলেন, ‘চিকু বলছে, আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। আমি খুব তাড়াতাড়ি ভাল হয়ে যাব।’ কিন্তু না ভাল হয়ে ওঠেনি চিকু। ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পোষ্যের। তার মৃত্যুর দিনে দুটি ছবি পোস্ট করেন মিমি। একটি চিকুর ছবি। অন্যটি চিকুর কবর স্থান। মিমি লেখেন, আমার হৃদয়ের একটা অংশ তুমি নিজের সঙ্গে করে নিয়ে গেলে। সমস্ত কষ্ট শেষ। এবার তুমি বিশ্রাম নাও। মা তোমাকে ভালোবাসে।’
আরও পড়ুন মহাভারতে মশগুল প্রযোজক: ভিকি যখন ‘অশ্বত্থামা’, শাহিদ হচ্ছেন ‘কর্ণ’
সন্তানের মৃত্যুর বেদনার থেকে এখনও বেরতে পারেননি অভিনেত্রী। বারবার তাঁর পোস্টে ফিরে ফিরে আসছে সেই চিকু। কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন বহু মানুষ তাঁদের ধন্যবাদ জানিয়ে মিমি তাঁর পোস্টে লেখেন, ‘সদয় কথার জন্য আপনাকে ধন্যবাদ। একজন মা হিসাবে এটি আমার জন্য খুব কঠিন সময়। আমি আশা করি যে আমার বাচ্চা এখন বেদনামুক্ত এবং শান্তিতে বিশ্রাম নিচ্ছে। আবারও আপনাকে ধন্যবাদ। আমার এবং আমার ছেলে চিকুর জন্য এটা অনেকটাই।’
View this post on Instagram
এখানেই শেষ নয়, নিজের ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিয়ো শেয়ার করেছেন মিমি। দেখা যাচ্ছে, বাড়ির ছাদে খেলায় মশগুল চিকু। হাতে খেলনা নিয়ে তাকে বারবার ডেকে চলেছেন অভিনেত্রী। চিকু একেবারে পাত্তাই দিচ্ছে না মিমিকে। সে নিজের খেয়ালে রয়েছে। চিকুকে ডাকতে ডাকতে হতাশ মুখে ক্যামেরার লেন্সে তাকাচ্ছেন মিমি। ভিডিয়োটি শেয়ার করে প্রিয় পোষ্যকে স্মৃতিতে আবার ফিরিয়েছেন মিমি, আবেগঘন ভিডিয়োর ক্যাপশন—’একবার আয়…’
View this post on Instagram