‘নড়াচড়া করতে পারছি না, যদি কারেন্ট মারে’? ভয়ে-ভয়ে কী করছেন মীর
Mir Afsar Ali: নিজের চ্যানেলে এখনও তিনি সক্রিয়। তাঁর কাজ প্রতিবারের মতো এবারও দর্শকদের মন ভরিয়েছে। তবে শরীর মাঝে মধ্যেই ঠিক যাচ্ছে না তাঁর। তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়।

মীর, যাঁর কণ্ঠস্বরই তাঁর পরিচয়। সঞ্চালনা থেকে শুরু করে অভিনয়, সর্বত্র হাতেখড়ি হলেও তাঁর গলার স্বরের প্রেমে পড়েছেন ভক্তরা বারেবারে। কখনও সামনে উঠে আসতে দেখা গিয়েছে তাঁর শ্রুতি নাটক, কখনও আবার তাঁর রেডিওতে সঞ্চালনা, মীর মানেই এক অন্যস্বাদের উপস্থাপনা। যদিও সকলের মন খারাপ করে রেডিও থেকে কিছুদিনের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে দর্শকদের থেকে দূরত্ব বজায় রাখেননি তিনি। নিজের চ্যানেলে এখনও তিনি সক্রিয়। তাঁর কাজ প্রতিবারের মতো এবারও দর্শকদের মন ভরিয়েছে। তবে শরীর মাঝে মধ্যেই ঠিক যাচ্ছে না তাঁর। তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। নিজের সমস্ত খবর সেখানেই শেয়ার করে থাকেন তিনি। কখনও মজার মজার পোস্ট, কখনও আবার খুব গুরুগম্ভীরভাবে বলে থাকেন হালকা মেজাজের কথা। এবারও ঠিক তেমনটাই করলেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ওষুধের পাতার ছবি শেয়ার করলেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। জানালেন, তিনি কোমড়ের ব্যথায়, হাঁটুর ব্যথায় ঠিক করে নড়াচড়া করতে পারছেন না। তবে সেটা নিয়ে তিনি খুব একটা ভাবিত নয়। তাঁর কপালে চিন্তার ভাঁজ পড়েছে ওষুধের নাম দেখে। যে ওষুধটি ডাক্তার দিয়েছেন, তার নাম পড়ে বেজায় সমস্যায় পড়তে হল তাঁকে। যদি কারেন্ট মারে…, কী হবে। সোশ্যাল মিডিয়ায় মজা করে লিখলেন, ”দীর্ঘদিন লোয়ার ব্যক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলী-কে তাঁর চিকিৎসক এই ওষুধটি প্রেস্ক্রাইব করবার সময় একটু সংবেদনশীল হলে খুব খুশি হতাম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাঁকে কেউ POLVOLT খেতে বলে?? খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!”





