অনুষ্কা শর্মার (Anushka Sharma) প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায় চলছে। আর কয়েকদিন পরেই ঘরে নতুন অতিথি আসবে। তার জন্য দৈনন্দিন রুটিনে দুটো জিনিস মাস্ট। প্রথম হল শরীরচর্চা (workout)। এর মধ্যেও চিকিৎসকের পরামর্শ মেনে ট্রেডমিলে সময় কাটাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার শরীরচর্চার ছবি এবং ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সব হবু মায়েদেরই শরীরচর্চার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
আর একটি কাজ নিয়ম করেই নাকি করছেন অনুষ্কা। টিভি দেখছেন। সঙ্গী প্রিয় পোষ্য। অবসরে টিভি দেখার সময় পোষ্যই নাকি তাঁর সঙ্গী। একটি ছবি শেয়ার করে এমনই লিখেছেন অভিনেত্রী।
অনুষ্কা যে ভাল আছেন, তার প্রমাণ পাওয়া যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সম্ভব। আর সেখানে রীতিমতো অ্যাক্টিভ তারকারা। অনুষ্কা নিজের শারীরিক আপডেট সোশ্যাল ওয়ালেই দিচ্ছেন প্রায় নিয়মিত।
আরও পড়ুন, বিয়ে করলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’র পারজান দস্তুর
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছেন, তিনি মনে করেন, প্রত্যেক শিশুই স্পেশ্যাল। তাই আলাদা করে তাঁর সন্তানকে লাইমলাইটে রাখতে চান না। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও সন্তানকে দূরে রাখতে চান। বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
হওয়ার পর দ্রুত ফ্লোরে ফেরার ট্রেন্ড সেট করেছিলেন করিনা কপূর খান। তৈমুরের জন্মের কয়েক মাসের মধ্যেই শুটিং শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তেমনটাই করতে চান করিনা। যদিও অনুষ্কা সাময়িক বিরতি চান বলেই বলি সূত্রে খবর। আপাতত সন্তান তাঁর প্রায়োরিটি। তাই কবে ফের অভিনয়ে ফিরবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে তাঁর প্রযোজনার কাজ চলবে পুরোদমে।
আরও পড়ুন, বিয়ে করছেন ‘কসৌটি জিন্দেগি কি’র ‘অনুরাগ’, পাত্রী কে?