AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে করলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’র পারজান দস্তুর

দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে নতুন জীবন শুরু করলেন পারজান। তাঁদের পরিবারও একে অপরকে বহু বছর ধরেই চেনেন।

বিয়ে করলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’র পারজান দস্তুর
‘কুছ কুছ হোতা হ্যায়’র পারজান (বাঁদিকে)। স্ত্রীয়ের সঙ্গে অভিনেতা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Jan 05, 2021 | 10:35 AM
Share

পাগড়ি বাঁধা ছোট্ট এক পঞ্জাবি ছেলে। বয়সে ছোট হতে পারে। কিন্তু অভিনয়ে নয়। ‘রাহুল’, ‘অঞ্জলি’র লভ স্টোরিতে তার বড় ভূমিকা। রাহুল-অঞ্জলি অর্থাৎ ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির শাহরুখ খান এবং কাজল। আর সেই ছবির ছোট্ট পঞ্জাবি ছেলেটি অর্থাৎ পারজান দস্তুর (Parzaan Dastur) ছোট বয়সেও অভিনয় দিয়ে মন কেড়ে নিয়েছিলেন দর্শকের। এখন পারজান যুবক। সদ্য বিয়ে করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের ছবি শেয়ার করেছেন পারজান। দীর্ঘদিনের বান্ধবী ডেলনা শ্রফকে বিয়ে করলেন তিনি। পুরো অনুষ্ঠানটি হয়েছে পার্সি নিয়ম অনুযায়ী। বিয়ের দিন ঐতিহ্যবাহী সাদা পোশাকে সেজেছিলেন পারজান। আর ডেলনার পরনে ছিল মেরুন রঙা শাড়ি।

কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়াতে নিজের বিয়ে নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা। সমুদ্রের ধারে হাঁটু গেড়ে বসে ডেলনাকে প্রোপোজ করার ছবি শেয়ার করে লিখেছিলেন, আর মাত্র চার মাস বাকি। তখনই পারজানের বিয়ের আভাস মিলেছিল।

আরও পড়ুন, ‘ভুতু’, ‘পটল’-এর পর ফের ‘মা’ হলেন অনিন্দিতা

দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে নতুন জীবন শুরু করলেন পারজান। তাঁদের পরিবারও একে অপরকে বহু বছর ধরেই চেনেন। তবে কেরিয়ারের দিকে তিনি এখনও ততটা সফল নন বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ। ছোট বয়সে পারজানের যতটা জনপ্রিয়তা ছিল, বড় হওয়ার পর আর তেমন চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি তিনি। ফলে তাঁকে এখনও অভিনেতা হিসেবে অনেক পরীক্ষা দিতে হবে বলে মনে করেন ইন্ডাস্ট্রির সদস্যরা।

আরও পড়ুন, বিয়ে করছেন ‘কসৌটি জিন্দেগি কি’র ‘অনুরাগ’, পাত্রী কে?