AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘চুরি করার জন্য…’, রেগে গিয়ে গান না করেই মঞ্চ ছাড়লেন মোনালি

Monali Thakur: তাঁর গান শুনে মোহিত শ্রোতা। তবে তাঁকে নিয়ে বিতর্কও রয়েছে বিপুল। কখনও তাঁর পোশাক নিয়ে আলোচনা হয়েছে। কখনও আবার তাঁর কথা বলা নিয়ে হাসাহাসি হয়েছে নেটপাড়ায়। তিনি হলেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে।

'চুরি করার জন্য...', রেগে গিয়ে গান না করেই মঞ্চ ছাড়লেন মোনালি
| Edited By: | Updated on: Dec 23, 2024 | 1:51 PM
Share

তাঁর গান শুনে মোহিত শ্রোতা। তবে তাঁকে নিয়ে বিতর্কও রয়েছে বিপুল। কখনও তাঁর পোশাক নিয়ে আলোচনা হয়েছে। কখনও আবার তাঁর কথা বলা নিয়ে হাসাহাসি হয়েছে নেটপাড়ায়। তিনি হলেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। আবারও বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে। সম্প্রতি বারাণসীতে স্টেজ শো করতে গিয়েছিলেন গায়িকা। কিন্তু শেষ পর্যন্ত গান না গেয়ে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মোনালি। আচমকা কী এমন ঘটল যে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন তিনি। আয়োজকদের উপর রেগে লাল গায়িকা। কেন এমনটা হয়েছে। কনসার্টের অব্যবস্থাপনার জন্য মাঝপথে শো ছাড়েন মোনালি। তিনি বলেন, “আমি হতাশ।” মঞ্চে দাঁড়িয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে রীতিমতো তুলোধনা করেন। তাঁর দাবি টাকা চুরি করার জন্য তাারা এমন খারাপ আয়োজন করেছেন।

তিনি বলেন,”আমি বারবার বলেছি যে আমি এখানে আমার গোড়ালিতে চোট পেতে পারি। আমার নৃত্যশিল্পীরা আমাকে শান্ত থাকতে বলছে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমরা চেষ্টা করছিলাম কারণ আমি আপনাদের সবার কাছে জবাবদিহি করতে বাধ্য, আর আপনারা আমার জন্য টিকিট কেটে এখানে এসেছেন, তাই না? সুতরাং এ সবের জন্য আপনারা আমার কাছে জবাবদিহি চাইবেন। কিন্তু আমি দুঃখিত, যে এই শো আমাকে বন্ধ করতে হচ্ছে।”

View this post on Instagram

A post shared by Dalimss News (@dalimss_news)

সকলের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন মোনালি। তিনি বলেন, “আমি আশা করি আমি এত বড় হয়ে উঠব যে আমি নিজেই সমস্ত দায়িত্ব নিতে পারব এবং কখনই কোনও টম, ডিক এবং হ্যারির উপর নির্ভর করতে হবে না যারা এমন অকেজো, অনৈতিক এবং দায়িত্বজ্ঞানহীন। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি যে আমাদের এই শো’টি বন্ধ করতে হবে, তবে আমি নিশ্চিতভাবে ফিরে আসব। আশা করি এর চেয়ে ভালো একটি অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো। সুতরাং, আমাদের ক্ষমা করুন।” অনুরাগীরা মোনালির পরিস্থিতি বুঝতে পেরেছেন।