live now
West Bengal-India News Today Live: আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬! মাঝরাতে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক
Live: আনন্দপুর অগ্নিকাণ্ডে মঙ্গলবার সন্ধ্যায় আরও ৩টি দেহ উদ্ধার হয়েছে। এথনও পর্যন্ত মোট উদ্ধারের সংখ্যা ১১। ১৪ টি মিসিং ডায়েরি ছিল। রাতে আরও একটা বেড়েছে। অর্থাৎ মোট ১৫টি মিসিং ডায়েরি হয়েছে জানালেন বারুইপুর জেলা পুলিশের এসপি।

Image Credit: TV 9 Bangla
LIVE NEWS & UPDATES
-
Ajit Pawar: বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার

- বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের।
- বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ে তাঁর বিমান।
- ভেঙে পড়ার পর বিমানে আগুন লেগে যায়।
- অজিত পওয়ার-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
-
Anandapur Fire: আনন্দপুর অগ্নিকাণ্ডে আরও বাড়ল মৃতের সংখ্যা
- আরও বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে দু’দিন মিলিয়ে ১৬ দেহ উদ্ধার।
- আজ নিখোঁজ পরিবারের সদস্যদের রক্তের নমুনা নেওয়া হবে DNA পরীক্ষার জন্য।
- ডেকরেটর গুদামের মালিক গঙ্গাধরের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গাফিলতির জেরে মৃত্যু ও অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে। গঙ্গাধরকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

-
-
খোঁজ মিলল আরও তিনটি দেহের
- আনন্দপুর অগ্নিকাণ্ডে মঙ্গলবার সন্ধ্যায় আরও ৩টি দেহ উদ্ধার হয়েছে। এথনও পর্যন্ত মোট উদ্ধারের সংখ্যা ১১।
- ১৪ টি মিসিং ডায়েরি ছিল। রাতে আরও একটা বেড়েছে। অর্থাৎ মোট ১৫টি মিসিং ডায়েরি হয়েছে জানালেন বারুইপুর জেলা পুলিশের এসপি।

-
আনন্দপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক
- আনন্দপুর অগ্নিকাণ্ডে দীর্ঘক্ষণ জেরার পর বেশি রাতে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক গঙ্গাধর দাস।
- দমকলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে গ্রেফতার গঙ্গাধর। আপাতত রাখা হয়েছে বারুইপুর থানায়। এদিনই বারুইপুর আদালতে পেশ। 11 J, 11 L ফায়ার সার্ভিসেস অ্যাক্ট এবং 105 বিএনএস ধারায় মামলা।

কলকাতা: কান্নার রোল পরিবারে। শোকস্তব্ধ পরিজনরা। এরইমধ্যে আনন্দপুর অগ্নিকাণ্ডে আরও বেড়ে গেল মৃতের সংখ্যা। ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না বহু মানুষের। বিভিন্ন জেলা থেকে কাজে এসেছিলেন শ্রমিক, ঠিকাদাররা। কিন্তু ঘটনার পর আর তাঁদের দেখা পাওয়া যায়নি। খবর শুনেই কলকাতায় ছুটে আসেন পরিজনরা। থানায় হয় মিসিং ডায়েরি। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়ে যায়। দমকলের ভূমিকা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। পাশাপাশি ওই এলাকায় কারখানা-গোডাউন তৈরির অনুমতি নিয়েও চলতে থাকে চাপানউতোর।
Published On - Jan 28,2026 9:04 AM
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
