
নীল-সাদায় সেজে মোহময়ী মনামী ঘোষ। সাদা শাড়ির সঙ্গে কপালে নীল টিপ। হাতে নীল আলতা। গলায় তিনটে নীল বিন্দু। মনামী বললেন, ”যাঁরা লাল আলতায় সাজেন, তাঁদের বলি, সামনের কয়েক দিন নীল আলতায় সাজতে পারেন। কেন, সেই কারণটা এখনই বলব না। তবে এর সঙ্গে এই পুজোতে আমি যে মিউজিক ভিডিয়ো আনছি, তার সম্পর্ক রয়েছে।”
মনামী নিজের মিউজিক লেভেল এম মিউজিক লঞ্চ করলেন এদিন। তাঁর প্রযোজনা সংস্থা ভিটামিন এম এন্টারটেনমেন্ট লঞ্চ করেছিলেন আগেই। সেই প্রযোজনা সংস্থার গান ‘আইলো উমা বাড়িতে’ এক দুর্গাপুজোতে দর্শক মনে ঝড় তুলেছিল। ইনস্টাগ্রামে বহু রিল তৈরি হয়েছিল এই গান নিয়ে। মনামীর নাচের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সকলে। গত বছর পুজোতে আরজি কর কাণ্ডের পর পরিস্থিতি অন্য রকম ছিল বলে, নতুন গান আনেননি নায়িকা। তবে এবার পুজোয় নতুন গান আনার আশ্বাস দিলেন অভিনেত্রী।
এদিনের অনুষ্ঠানে মনামীর পাশেই উপস্থিত ছিলেন এই প্রযোজনা সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, মনামীর বিশেষ বন্ধু সৈকত বারুরী। তিনি জানালেন, প্রযোজনা সংস্থা থেকে এখন শুধুই গান তৈরির পরিকল্পনা রয়েছে। আগামী দিনে অন্য কিছু তৈরি হবে কিনা, তার দিকে নজর রাখতে হবে।
প্রযোজনা সংস্থার তরফে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার ব্যাপারেও ভাবনা-চিন্তা করেছেন মনামী। তিনি বললেন, আগের মিউজিক ভিডিয়োতেও কিছু নতুন মুখ কাজ করেছিলেন। এবার পুজোর আগে মনামী কোন গান নিয়ে আসেন, সেটাই দেখার অপেক্ষা। সাজ নিয়ে নায়িকা যেমন পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন, এদিনও তার ব্যতিক্রম হয়নি।