Jaya-Mousumi: বাঙালি কাঁকড়ার জাত! জয়ার ‘ষড়যন্ত্রে’ বিরাট ক্ষতি, বিস্ফোরক মৌসুমী

Jaya-Mousumi: কথায় বলে বাঙালি নাকি কাঁকড়ার জাত। অন্যের ভাল দেখতেই পান না তাঁরা। অফিস হোক অথবা সিনেমা জগতেও এ প্রমাণ মিলেছে বারংবার। এই যেমন বলিউডের দুই বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ও জয়া বচ্চন-- তাঁদের মধ্যেও যে ঘটেছিল এমনই এক ঘটনা, তা কি আপনি জানতেন?

Jaya-Mousumi: বাঙালি কাঁকড়ার জাত! জয়ার 'ষড়যন্ত্রে' বিরাট ক্ষতি, বিস্ফোরক মৌসুমী
জয়ার 'ষড়যন্ত্রে' বিরাট ক্ষতি, বিস্ফোরক মৌসুমী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 3:07 PM

কথায় বলে বাঙালি নাকি কাঁকড়ার জাত। অন্যের ভাল দেখতেই পান না তাঁরা। অফিস হোক অথবা সিনেমা জগতেও এ প্রমাণ মিলেছে বারংবার। এই যেমন বলিউডের দুই বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ও জয়া বচ্চন– তাঁদের মধ্যেও যে ঘটেছিল এমনই এক ঘটনা, তা কি আপনি জানতেন? এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জয়া বচ্চনের উপরেই ক্ষোভ উগরে দিয়েছেন মৌসুমী। তাঁর দাবি কলকাঠি নেড়ে তাঁকে নিয়ে ছবি থেকে সরিয়ে দিয়েছিলেন বচ্চন-কর্ত্রী। কী ঘটেছিল ১৯৭২ সালে? রইল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে।

১৯৭২ সালে মুক্তি পেয়েছিল গুলজারের ছবি ‘কউশিস’। ওই ছবিতে অভিনয় করেন জয়া। যদিও মৌসুমীর দাবি, জয়া নন, অভিনয়ের কথা ছিল তাঁরই। কিন্তু তিন দিন শুটিং হওয়ার পরেই নাকি কার্যত বাদ পড়েন মৌসুমী। কেন? মৌসুমীর দাবি, যে তিনি দিন শুটিং করছিলেন রোজ দেখতেন জয়ার সেক্রেটারি রাত অবধি গুলজারের অফিসে এসে বসে আছেন। কেন, কী কারণে, তা বুঝে ওঠার আগেই হঠাৎই একদিন গুলজার এসে তাঁকে বলেন, ” আগামীকাল থেকে একটু বেশি রাত পর্যন্ত শুট করতে হবে।” কিন্তু তখন সদ্য মা হয়েছেন মৌসুমী। তাই গুলজারের এই দাবি মেনে নেওয়ার তাঁর পক্ষে সম্ভব হয়নি। সে কথা সাফ জানিয়ে দিতেই বিপত্তি। মৌসুমীর দাবি, ব্যাপারটা নাকি ভালভাবে নেননি গুলজার। সকলের সামনেই তাঁকে বলেন, “বহু নায়িকা লাইন দিয়ে আছে এই জায়গাটা পাওয়ার জন্য।” মৌসুমীর কথায়, “আমিও বলেছিলাম, তাহলে ওদেরকেই নিন।”

আর এর পরেই ঘটে যায় সেই ঘটনা, মৌসুমীর জায়গা দখল করে নেন জয়া বচ্চন। ওই ছবির জন্য জাতীয় পুরস্কার পান সঞ্জীব কুমার। অন্যদিকে শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কার পান গুলজার। এত বছর পরেও সে কথা ভোলেননি মৌসুমী। সময় ‘কুড়ি কুড়ি বছরের পর’ চলে গেলেও, সব কি আর ভোলা যায়?