‘ওরা যেটা শুরু করেছে, আমরা সেটা শেষ করব’, পাকিস্তানকে বার্তা মৌসুমীর

আজ দেশজুড়ে মুক্তি পেল সুজিত সরকার পরিচালিত ছবি 'পিকু'। সেই ছবি নিয়ে মৌসুমীর বক্তব্য, '''পিকু' আজ মুক্তি পাচ্ছে। অনেকেই বলেন ছবি মাসি শুধু একটা চরিত্র নয়। একটা আবেগ। পায়েল এই ছবিটা করার দিকে আমাকে ঠেলে দিয়েছিল। আর এবার বহু বছর পর মেঘা আমাকে আড়ি ছবিটা করার দিকে ঠেলে দিল।''

ওরা যেটা শুরু করেছে, আমরা সেটা শেষ করব, পাকিস্তানকে বার্তা মৌসুমীর

| Edited By: Bhaswati Ghosh

May 09, 2025 | 9:14 AM

ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। বিনোদন দুনিয়ার নামী ব্যক্তিত্বরা তাঁদের মত প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়াতে। এবার মৌসুমী চট্টোপাধ্যায় টুইটারে লিখছেন, ”কেউ যুদ্ধ চান না। কিন্তু ওরা যেটা শুরু করেছে, আমরা সেটা শেষ করব। সন্ত্রাসের কোনও জায়গা নেই। অপারেশন সিঁদুর। বন্দেমাতরম। জয় হিন্দ।” লক্ষণীয়, আজ দেশজুড়ে মুক্তি পেল সুজিত সরকার পরিচালিত ছবি ‘পিকু’। সেই ছবি নিয়ে মৌসুমীর বক্তব্য, ”’পিকু’ আজ মুক্তি পাচ্ছে। অনেকেই বলেন ছবি মাসি শুধু একটা চরিত্র নয়। একটা আবেগ। পায়েল এই ছবিটা করার দিকে আমাকে ঠেলে দিয়েছিল। আর এবার বহু বছর পর মেঘা আমাকে আড়ি ছবিটা করার দিকে ঠেলে দিল।” এক মেয়েকে হারিয়েছেন মৌসুমী। সেই যন্ত্রণা বুকে চেপে ঘুরে দাঁড়িয়েছেন। TV9 বাংলার এক সাক্ষাত্‍কারে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি সেনাবাহিনীতে যাঁরা কাজ করেন, তাঁদের প্রাণ হারানোর প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। কাকতালীয় ব্যাপার হলো, এখন ভারত-পাকিস্তান যুদ্ধ চলছে।

‘আড়ি’ ছবির মুক্তির সময়ে শহরে এসেছিলেন মৌসুমী। নানা কথায় মাতিয়ে দিয়ে গিয়েছিলেন। অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছে সে কথাও জানিয়েছেন। যশ দাশগুপ্ত আর নুসরত জাহান সম্প্রতি ছবির সঙ্গে যুক্ত সকলকে নিয়ে একটা সাকসেস পার্টি করলেন। কেক কেটে আনন্দ উদযাপন করেছেন তাঁরা। কাছের কিছু বন্ধুদের ডেকে নিয়েছিলেন পার্টিতে। যেমন উপস্থিত ছিলেন তৃণা সাহা, রাজা চন্দ, পিয়ান সরকার, প্রেমেন্দু বিকাশ চাকী। ‘আড়ি’ তৃতীয় সপ্তাহে পা দিয়েছে। মানে এই সপ্তাহে মৌসুমীর দু’টো ছবি চলছে সিনেমাহলে।