ময়নার জন্মদিন, কীভাবে স্পেশ্যাল করে তুলল দুই ছেলে?

এতদিন জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’তে ময়নার অভিনয় দেখছিলেন দর্শক। কিছুদিন আগেই সেই ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়েছে। আপাতত অন্য কাজের কথা চলছে বলে জানালেন ময়না।

ময়নার জন্মদিন, কীভাবে স্পেশ্যাল করে তুলল দুই ছেলে?
দুই ছেলেকে নিয়ে ময়না। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Apr 04, 2021 | 3:26 PM

ময়না মুখোপাধ্যায় (Moyna Mukherji)। বাংলা টেলিভিশনের (TV) অত্যন্ত পরিচিত মুখ। বিভিন্ন ধারাবাহিকে ময়নার অভিনয় দেখেছেন দর্শক। এ হেন ময়না আজ বার্থডে গার্ল। জন্মদিনে বয়স আরও এক বছর বাড়ল, তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। মনের দিক থেকে সতেজ, নবীন থাকাটাই তাঁর কাছে শেষ কথা। জন্মদিন তো স্পেশ্যাল বটেই। এই বছরটা নাকি আরও স্পেশ্যাল। কিন্তু কেন?

ময়না বললেন, “আমার ছেলেদের (সাগর এবং সমুদ্র) বয়স দু’বছর চার মাস হল। ওরা এতদিন জানত, জন্মদিন ওদেরই হয়, আজ জানল মায়েরও জন্মদিন হয়। ছেলেরা হ্যাপি বার্থডে বলেছে আজ। জীবনে প্রথমবার ওদের মুখে হ্যাপি বার্থডে শুনলাম। এটা আমার পরম পাওয়া।”

আরও পড়ুন, ইনায়তের নতুন ইনিংস, এ বার কোন ছবিতে অভিনয়?

ময়নার স্বামী সম্রাট মুখোপাধ্যায়ও অভিনেতা হিসেবে পরিচিত। তিনি এই বিশেষ দিনে বন্ধু এবং প্রিয়জনদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছেন বলে জানালেন ময়না। প্রতি বছর জন্মদিনে সম্রাটের থেকে হিরের কোনও না কোনও জিনিস উপহার হিসেবে পান। এ বারের গিফট কয়েকদিন পরে পাবেন বলে জানালেন অভিনেত্রী। দাদা-বৌদির দেওয়া সারপ্রাইজ কেক, মায়ের দেওয়া এথনিক ড্রেসে জমে গিয়েছে জন্মদিন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগী এবং ইন্ডাস্ট্রির সতীর্থরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে ছেলেরাই আজ তাঁকে সেরা উপহার দিয়েছে বলে জানালেন ময়না।

এতদিন জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’তে ময়নার অভিনয় দেখছিলেন দর্শক। কিছুদিন আগেই সেই ধারাবাহিকের সম্প্রচার শেষ হয়েছে। আপাতত অন্য কাজের কথা চলছে বলে জানালেন ময়না। কিছু ধারাবাহিকের জন্য লুক সেটও নাকি হয়েছে তাঁর। এ বার শুটিং শুরুর অপেক্ষা।