AR Rahman: বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ের ২৯ বছরের মাথায় বড় সিদ্ধান্ত নিলেন সঙ্গীত পরিচালক এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। মঙ্গলবার রাতে একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে দিলেন তাঁদের সিদ্ধান্তের কথা।
বিচ্ছেদের পথে এআর রহমান
বিয়ের ২৯ বছরের মাথায় বড় সিদ্ধান্ত নিলেন সঙ্গীত পরিচালক এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। মঙ্গলবার রাতে একটি বিবৃতির মাধ্যমে জানিয়ে দিলেন তাঁদের সিদ্ধান্তের কথা। ২৯ বছরের দাম্পত্যের ইতি। বিচ্ছেদের পথে এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। এই সিদ্ধান্তে মানসিকভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী।
ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকী
আরও একটা ২০ নভেম্বর। ২০২২ সালের এই দিনের স্মৃতি এখনও দগদগে। তাঁর ১৯ দিনের লড়াই শেষ হয়েছিল এ দিনেই। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রয়াণের দুবছর পার। বুধবার সকালে অভিনেত্রীর স্মৃতি আরও একবার উসকে দিলেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা। ছবি পোস্ট করে তিনি লেখেন, “ভাল থাকিস বোনু।”
রোশনাই সিরিয়ালে নতুন নায়িকা
অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে যে আর রোশনাই চরিত্রে দেখা যাবে না সে কথা আগেই জানিয়েছিল TV9 বাংলা। তারপর থেকেই সকলের মনে প্রশ্ন তৈরি হয়। তাহলে সিরিয়ালের নতুন নায়িকা কে হচ্ছেন। সূত্র বলছে শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তিয়াসা লেপচাকে। লুকসেটও হয়ে গিয়েছে।
প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাওত। নিজের আনন্দ ভাগ করে নিলেন সমাজমাধ্যমের পাতায়। নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন, “এটা একটা দারুণ ব্যাপার যে ফিল্মি পরিবারের সন্তানরা শুধুমাত্র মেকআপ করা, ওজন কমানো, সাজগোজ করে পুতুল সাজা এবং নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও আরও কিছু করছে।”
বিস্ফোরক কাঞ্চন
৫৪ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। তাই আলোচনার শেষ নেই। একের পর এক বিতর্ক লেগেই আছে। মেয়ে হওয়া নিয়ে বিস্তর কটাক্ষ শুনতে হচ্ছে কাঞ্চন এবং শ্রীময়ীকে। আর চুপ থাকলেন না অভিনেতা। সটান বললেন, “আমরা দুজনের ইচ্ছেই আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। তার প্রমাণপত্র কাউকে দিতে রাজি নই।”
কবে বিয়ে শ্বেতা-রুবেলের?
২০২৫ সালেই গাঁটছড়া বাঁধবেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। সম্প্রতি বিয়ের প্রসঙ্গে, শ্বেতা জানালেন বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। অনেকগুলো তারিখ নিয়ে কথা চললেও, কোন দিনটা ফাইনাল হবে তা ঠিক করা হলেই, তাঁরা সেটা জানিয়ে দেবেন সোশ্যাল মিডিয়াতে।
বিতর্কে কমেডিয়ান যশ রাঠি
শো করতে গিয়েছিলেন আইআইটি ভিলাইয়ে। সেখানেই বিতর্কে জড়ালেন কৌতুকশিল্পী যশ রাঠি। অশ্লীলতার অভিযোগে স্ট্যান্ড-আপ কমেডিয়ান যশ রাঠির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে জানানো হয়েছে পুলিশের তরফে। দুর্গের পুলিশ সুপার (এসপি) জিতেন্দ্র শুক্লা জানিয়েছেন, রাঠির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আবার মুক্তি পাবে করণ অর্জুন
১৯৯৫ সালের ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পায় বড় পর্দায়, তারপর তৈরি হয় এক ইতিহাস। আজ ৩০ বছর পরেও সিনেমাটি একই রকম ভাবে জনপ্রিয় মানুষের মধ্যে। সিনেমাটি ৩০ বছর অতিক্রম করার আনন্দে আগামী ২২ নভেম্বর ‘করণ-অর্জুন’ পুনরায় মুক্তি পাবে সিনেমা হলে।
আরও এক বিচ্ছেদ
মঙ্গলবার সন্ধ্যায় সুরকার এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পরেই রহমানের দলের বেসিস্ট মোহিনী দে-ও তাঁর স্বামী সোশ্যাল মিডিয়াতে করেন বিচ্ছেদের ঘোষণা। তিনি ও তাঁর সুরকার স্বামী মার্ক হার্টসুচ জানিয়েছেন যে, তাঁরা আর বিয়ের সম্পর্কে থাকছেন না।