
অবশেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়ার কথা আগেই জানানো হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এদিন হাসপাতাল থেকে গায়ককে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, হৃদযন্ত্রে অপারেশনের পর নচিকেতা অনেকটাই সুস্থ রয়েছেন। কয়েকদিন পুরোপুরি বিশ্রামে থাকার পাশাপাশি তাঁকে ভাল করে খাওয়াদাওয়া এবং বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হাসপাতাল থেকে বের হওয়ার আগে চিকিৎসকদের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেন। সকলের সঙ্গে ছবিও তোলেন। আর সেরকমই একটা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে নচিকেতা লেখেন, ‘অবশেষে খাঁচা ভেঙে…’
শনিবার হার্টের সমস্যার কারণে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় নচিকেতাকে। যদিও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই চিকিৎসক সূত্রে খবর। অসুস্থতার কারণে গত কয়েকদিনের নির্ধারিত অনুষ্ঠানের সময়সূচি বাতিল করা হয়েছিল এবং তিনি বাড়িতে বিশ্রামেই ছিলেন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা গিয়েছে, গায়কের অ্যাঞ্জিওপ্লাস্ট হয়েছে। হার্টে স্টেন্ট বসেছে। তবে বর্তমানে তিনি বিপদমুক্ত। ২ দিন হাসপাতালেই রাখা হবে তাঁকে।