হাসপাতালে ভর্তি নচিকেতা, কেমন আছেন গায়ক? কী হয়েছিল? রইল বিস্তারিত তথ্য
এই মুহূর্তে নচিকেতার পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ্যে আনা হয়নি। তবে খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। কিছুদিন বিশ্রামের পর আবারও মঞ্চে ফিরবেন গায়ক, এই অপেক্ষাই এখন বর্তমান।

বাংলা সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র নচিকেতা চক্রবর্তী। বয়সের ভার বাড়লেও তাঁর কণ্ঠের যাদু আজও শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন তিনি এখনও। তবে গায়কের অসুস্থতার খবর মিলতেই মন খারাপ অনুরাগীদের। রবিবার সকালেই সূত্র মারফৎ জানা যায়, এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শীতকাল শুরু হতেই একের পর এক লাইভ শোয়ের ব্যস্ততায় ডুবে থাকেন তিনি। তবে গত কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না শিল্পীর। শো বাতিলেরও খবর সামনে আসে।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার হার্টের সমস্যার কারণে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় নচিকেতাকে। যদিও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই চিকিৎসক সূত্রে খবর। অসুস্থতার কারণে গত কয়েকদিনের নির্ধারিত অনুষ্ঠানের সময়সূচি বাতিল করা হয়েছিল এবং তিনি বাড়িতে বিশ্রামেই ছিলেন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা গিয়েছে, গায়কের অ্যাঞ্জিওপ্লাস্ট হয়েছে। হার্টে স্টেন্ট বসেছে। তবে বর্তমানে তিনি বিপদমুক্ত হাস। ২ দিন হাসপাতালেই রাখা হবে তাঁকে।
এই মুহূর্তে নচিকেতার পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ্যে আনা হয়নি। তবে খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। কিছুদিন বিশ্রামের পর আবারও মঞ্চে ফিরবেন গায়ক, এই অপেক্ষাই এখন বর্তমান।
