‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং শেষ করলেন নাগার্জুন, রণবীর-আলিয়া ‘অসাধারণ অভিনেতা’, বলছেন দক্ষিণী তারকা
নার্গাজুন জানিয়েছেন, এই ছবির শুটিংয়ে তাঁর অভিজ্ঞতা অসামান্য।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শেষ করলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুন। অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমায় দেখা যাবে আলিয়া ভাট এবং রণবীর কাপুরকেও। রয়েছে অমিতাভ বচ্চনও। শুটিংয়ের শেষ দিনে সতীর্থদের সঙ্গেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেছেন নাগার্জুন। দু’টি ছবিতেই নাগার্জুনের সঙ্গে ছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নাগার্জুন লিখেছেন, ব্রহ্মাস্ত্র ছবিতে তাঁর শুটিং শেষ হয়েছে। নার্গাজুন জানিয়েছেন, এই ছবির শুটিংয়ে তাঁর অভিজ্ঞতা অসামান্য। সতীর্থদের সঙ্গে জমিয়ে কাজ করেছেন তিনি। পাশাপাশি রণবীর-আলিয়া এবং অয়নের ভূয়সী প্রশংসাও করেছেন নাগার্জুন। সেই সঙ্গে এও বলেছেন, ব্রহ্মাস্ত্র আসলে ‘দ্য বিগ ইন্ডিয়ান মুভি’।
And it's a wrap for me on #Brahmāstra . Such an amazing experience it has been with our stellar performers #Ranbir and @Aliaa08. Can't wait for you guys to witness the outstanding world #AyanMukerji has created.#TheBigIndianMovie #Brahmastra pic.twitter.com/CvKBAVphnt
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) February 16, 2021
নাগার্জুনের সঙ্গে কাজ করে যে তাঁর সতীর্থরাও দারুণ খুশি, সেটা বোঝা গিয়েছে আলিয়া ভাটের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে। ইনস্টাগ্রামে আলিয়া লিখেছেন, “নাগার্জুন স্যারের শুটিং শেষ হয়েছে। ধন্যবাদ স্যার এত ভাল স্মৃতি দেওয়া জন্য। আপনার সঙ্গে কাজ করা সম্মানের বিষয়।” আলিয়া এও জানিয়েছেন যে, ব্রহ্মাস্ত্র-র শুটিং শেষ হতে চলেছে। নতুন ছবির ব্যাপারে আলিয়া যে ভীষণ এক্সাইটেড সেকথাও জানিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সহায়তায় আসতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’। এই ফ্যান্টাসি ট্রিলজি-তে রয়েছেন মৌনী রায় এবং ডিম্পল কাপাডিয়া। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড়— এই চার ভাষায় রিলিজ হবে ‘ব্রহ্মাস্ত্র’।