
বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি ফাখরি অংশ নিলেন TV9 নেটওয়ার্ক আয়োজিত নিউজ৯ গ্লোবাল সামিট ২০২৫-এ। এই ইভেন্টে তিনি নিজের বলিউড জার্নি, ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবন দর্শন নিয়ে মুখ খুললেন। “ডায়েরি অফ আ রকস্টার” নামের একটি বিশেষ সেগমেন্টে তিনি শেয়ার করে নেন কেরিয়ারের কঠিন লড়াইয়ের গল্প।
নার্গিস বলেন, “Rockstar করার পর আমি ভেবেছিলাম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারব না। কিন্তু আমি টিকে গিয়েছিলাম। ভাগ্য ভাল ছিল, কারণ আমি Madras Cafe, Dishoom-এর মতো ছবিতে কাজের সুযোগ পেয়েছিলাম। সুযোগ পেয়েছি, কাজও করেছি।” বলিউডের অন্দরমহল নিয়ে তিনি বলেন, “আমার কোনও গডফাদার ছিল না। ইন্ডাস্ট্রিতে কীভাবে চলতে হয়, কিছুই বুঝতাম না। পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। একা হাতে এগোতে হয়েছে।”
নার্গিসের কথায়, “আমি একজন আমেরিকান। যদি কোনও আরবি সিনেমা পাই, আমি করব। যদি চাইনিজ সিনেমা পাই, সেটাও করব। আমি কোনও সুযোগ হাতছাড়া করতে চাই না, কারণ একদিন সবকিছু শেষ হয়ে যাবে। তাই যতটা পারি, সবকিছু করতে চাই।”
নার্গিস আধ্যাত্মিকতার প্রতি বিশ্বাস আস্থা প্রসঙ্গে বলেন, “আমি আস্তিক নই, আমি আত্মিক। আমি সব ধর্ম সম্পর্কে জানতে ভালবাসি। আমি বিশ্বাস করি, আমি এই পৃথিবীতে এসেছি শুধুই অভিজ্ঞতা অর্জনের জন্য।”
নার্গিসকে সম্প্রতি দেখা গিয়েছে অক্ষয় কুমার অভিনীত মাল্টিস্টারার ছবি ‘হাউসফুল ৫’-এ। যদিও তিনি হাউসফুল ৪-এ ছিলেন না, কিন্তু ২০১৬ সালের হাউসফুল ৩-তে গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছিলেন।