ফিরিয়ে আনলেন ‘পান্ডিয়া’ পদবী! ফের মাস্টারস্ট্রোক হার্দিক-পত্নীর?

রটেছিল নাতাশা নাকি হার্দিকের সম্পত্তির প্রায় ৭০ শতাংশ পেতে চলেছেন। এ সবের মাঝেই নয়া খবর, হার্দিক নাকি স্ত্রীকে খাড়া করে আইপিএলে খারাপ ফলের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। বিচ্ছেদ নিয়ে আলোচনা হলে তিনি পাবেন সহানুভূতি-- এই নাকি ছিল তাঁর পাব্লিসিটি স্টান্ট!

ফিরিয়ে আনলেন 'পান্ডিয়া' পদবী! ফের মাস্টারস্ট্রোক হার্দিক-পত্নীর?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2024 | 9:45 PM

হার্দিক পান্ডিয়া বাইশগজে ফর্মে ছিলেন না। তবে তাঁর স্ত্রী নাতাশা দালান যে বাইরে থেকে ক্রমাগত ছক্কা হাঁকিয়েই যাচ্ছেন, অন্তত তেমনটাই মনে করছেন সকলে! কী এমন করেছেন নাতাশা যে তাঁকে নিয়ে চারিদিকে একেবারেই হইচই পড়ে গিয়েছে। শোনা গিয়েছিল পান্ডিয়ার সঙ্গে নাকি বিচ্ছেদ হচ্ছে নাতাশার। রটেছিল নাতাশা নাকি হার্দিকের সম্পত্তির প্রায় ৭০ শতাংশ পেতে চলেছেন। এ সবের মাঝেই নয়া খবর, হার্দিক নাকি স্ত্রীকে খাড়া করে আইপিএলে খারাপ ফলের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। বিচ্ছেদ নিয়ে আলোচনা হলে তিনি পাবেন সহানুভূতি– এই নাকি ছিল তাঁর পাব্লিসিটি স্টান্ট!

মুখে কুলুপ আঁটলেও সামাজিক মাধ্যমে ফের চমক নাতাশার। আচমকাই ফিরিয়ে আনলেন পান্ডিয়া পদবী। না তাঁর নিজের নামের সঙ্গে নয় যদিও। তাঁর ও হার্দিকের পোষ্যের ছবি শেয়ার করে নাতাশা লিখলেন, “বেবি রোভার পান্ডিয়া”। পান্ডিয়া পদবী যে তাঁর নামের পাশে কোনও না কোনও ভাবে আজও জুড়ে আছে, সে প্রমাণই দিলেন তিনি।

View this post on Instagram

A post shared by @natasastankovic__

প্রসঙ্গত, হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা চলাকালীন এক পুরুষের সঙ্গে কফি খেতে দেখা গিয়েছিল তাঁকে। অনেকেই তাঁকে তাঁর প্রেমিক ভেবে ফেলেন। যদিও পরে জানা যায়, সেই ব্যক্তি আদপে দিশা পাটানির প্রেমিক, অ্যালেক্স। সম্পর্কে তিনি নাতাশার ভাই হন।