ক্যানসার হারিয়ে দিল, প্রয়াত পরিচালক রাজা মিত্র

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 20, 2024 | 10:55 AM

টলিউডে আরও এক নক্ষত্রপতন। প্রয়াত হয়েছেন পরিচালক রাজা মিত্র। নভেম্বর মাসে ক্যানসার ধরা পড়েছিল। এই একটা মাস প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ভোর ৩টের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক। ফেসবুকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ছেলে রৌদ্র মিত্র।

ক্যানসার হারিয়ে দিল, প্রয়াত  পরিচালক রাজা মিত্র

Follow Us

টলিউডে আরও এক নক্ষত্রপতন। প্রয়াত পরিচালক রাজা মিত্র। নভেম্বর মাসে ক্যানসার ধরা পড়েছিল। এই একটা মাস প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ভোর ৩টের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক। ফেসবুকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ছেলে রৌদ্র মিত্র। তিনি লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা রাজা মিত্র দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ প্রয়াত হয়েছেন রাত ৩টের সময়।”

নভেম্বরের শেষের দিকে রৌদ্র ফেসবুকেই জানিয়েছিলেন পরিচালকের ক্যানসার ধরা পড়েছে একেবারে শেষ স্টেজ। ফুসফুসে ক্যানসার সেই সঙ্গে মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। তিনি লিখেছিলেন, “বাবা এখন চিকিত্‍সাধীন। এই অবস্থায় বাবার সঙ্গে মেল, মেসেজ, ফোন এবং ফেসবুকে কোনও ভাবে যোগাযোগ করা সম্ভব হবে না। বাবার এই অসুস্থতায় কোনও প্রয়োজন হলে আপনাদেরকে পাশে থাকার অনুরোধ করছি।” রাজা মিত্রর মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিপাড়া। প্রথম ছবিতেই করেছিলেন বাজিমাত। এ দিন সে সব পুরনো কথাই মনে পড়ে গিয়েছে সবার।

পরিচালক অতনু ঘোষ নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন, “রাজাদা চলে গেলেন। যাঁর ‘একটি জীবন’ বাংলা ছবির ইতিহাসে মাইলফলক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কত কাজ— নয়নতারা, যতনের জমি,বীরভূমের স্ক্রোল পেইন্টার্স বা কালীঘাট পেন্টিং তথ্যচিত্র।” পরিচালকের সঙ্গে অতনুর আলাপ হয় দূরদর্শনে। প্রথম আলাপের মুহূর্তই স্মৃতিচারণ করেছেন পরিচালক। অতনু লেখেন, “এমনিতেই আমি জাত মুখচোরা, আর উনি অত নামী মানুষ। তারপর বুঝি বড় পরিচালকের কোনও ভার নেই, দিব‍্যি সহজে কথা বলা যায়, প্রশ্ন করা যায়। পরে যখন যেখানে দেখা হয়েছে, অনায়াসে কাঁধে হাত তুলে দিয়েছেন- ‘ওটা দেখলাম। বেশ করেছো, এখন কী ভাবছ?’ অনেকটা অক্সিজেন পেয়েছি। আমার মত আনকোরার কাজ রাজা মিত্র দেখেছেন, দেখেন?” উল্লেখ্য, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। আর বাড়ি ফেরা হল না তাঁর।

Next Article