
ইরফান খানকে ঘিরে একটা প্রশ্ন করেই বলিউডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তুলনায় কম বয়সে ইরফান খানের মৃত্যু হয় ক্যান্সারের কারণে। তখন থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে আফসোসের কোনও শেষ নেই। ইরফান খানের মতো অভিনেতার কাজ আরও বেশি করে দেখার ইচ্ছা প্রকাশ করেন তাঁর অনুরাগীরা। তবে নওয়াজউদ্দিন সিদ্দিকি একটা সাক্ষাত্কারে যে প্রশ্ন তুলেছেন, তা বলিউডের উপর আয়না ধরেছে। নওয়াজউদ্দিনের বক্তব্য, ”ইরফান অমুক পারতেন, তমুক পারতেন এসব সারাক্ষণ শোনা যায়। কিন্তু কে ইরফানকে নিয়ে ২৫ কোটি টাকা বাজেটের একটা ছবি ভেবেছিলেন?” শুধু ইরফান খান নন, মনোজ বাজপেয়ী, ওম পুরী, পঙ্কজ কাপুর এঁদের প্রশংসায় সকলে পঞ্চমুখ হলেও, তাঁদের নিয়ে যে বলিউডের প্রযোজকরা বড় বাজেটের ছবি ভাবতে পারেন না, সেই সত্যি কোনও রাখঢাক না করেই তুলে আনলেন নওয়াজউদ্দিন।
সম্প্রতি ইরফান খানের ছেলে বাবিল খানের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। বলিউড একটা ফেক ইন্ডাস্ট্রি, সেটা স্পষ্ট করে বলেছেন বাবিল। তারপর অবশ্য তাঁদের পরিবারের তরফে জানানো হয়েছে, বাবিলের মানসিক স্বাস্থ্য ঠিক নেই। বলিউডে কয়েকজন প্রযোজকের দাপট চলে। তাঁরা নিজেদের পরিবারের মানুষদের কাজের সুযোগ দেন আর ইন্ডাস্ট্রিতে আউটসাইডারদের কোণঠাসা করেন, এমন অভিযোগ উঠেছে বহুবার। ইরফান খানকেও যে যোগ্যতা অনুযায়ী কদর করা হয়নি, সেটাও কোথাও বুঝিয়ে দিলেন নওয়াজউদ্দিন, তাঁর এমন মন্তব্যের মাধ্যমে।
এই সপ্তাহে মুক্তি পেল ইরফান খান অভিনীত অন্যতম সেরা ছবি ‘পিকু’। ইরফানের সেই কাজ দেখার জন্যও ভিড় করছেন দর্শকরা।