‘গ্যাংস অব ওয়াসেপুর ২’-এ ‘ফৈজল’-এর কায়দায় উইশ করলেন নওয়াজ

২০২১ শুরু হয়েছে নতুন আশা নিয়ে। ২০২০-র অনেক না পাওয়াকে ভুলে নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে চান গোটা বিশ্বের মানুষ। একে অপরকে শুভেচ্ছা জানানোর পালা এখনও চলছে।

‘গ্যাংস অব ওয়াসেপুর ২’-এ ‘ফৈজল’-এর কায়দায় উইশ করলেন নওয়াজ
নওয়াজউদ্দিন সিদ্দিকী।

|

Jan 04, 2021 | 6:12 PM

‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর ‘ফৈজল’কে মনে পড়ে? সিনেপ্রেমীদের মনে ফৈজলের আলাদা জায়গা। অনুরাগ কাশ্যপের পরিচালনায় এই ছবিতে নিজের পারফরম্যান্সকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। ‘গ্যাংস অব ওয়াসেপুর ২’-এ তাঁর চরিত্রের নাম ছিল ফৈজল। দাদু, বাবা, দাদা, ভাই- সকলের হত্যার প্রতিশোধ নিয়েছিলেন তিনি। নিয়েছিলেন নিজস্ব কায়দায়। সেই ফৈজল এবার আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন।

২০২১ শুরু হয়েছে নতুন আশা নিয়ে। ২০২০-র অনেক না পাওয়াকে ভুলে নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে চান গোটা বিশ্বের মানুষ। একে অপরকে শুভেচ্ছা জানানোর পালা এখনও চলছে। এবার দর্শকদের শুভেচ্ছা জানালেন নওয়াজ। তাঁর কেরিয়ারের অন্যতম প্রিয় চরিত্র ফৈজল। তাই সেই চরিত্রের ম্যানারিজমকে মাথায় রেখেই নতুন বছরের শুভেচ্ছা জানালেন অভিনেতা। শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন ফৈজলের কায়দায়।

আরও পড়ুন, সুদীপ্তার বাড়ির ছাদে সুমনের ‘মাস্টার’ ক্লাস

করোনা আতঙ্কের কারণে স্কুল বন্ধ। বন্ধ সিনেমা হলও। ফৈজল যেন এবার করোনার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান। তবে নিজেদের ভাল রাখার দায়িত্ব, নিজেদের সুস্থতার দায়িত্ব এখন নিজেদেরই। একথা ফের একবার মনে করিয়ে দিয়েছেন নওয়াজ। এতদিন সিনেমা হল বন্ধ থাকার কারণে ক্ষতির সম্মুখীন এই শিল্পের সঙ্গে যুক্ত সব শিল্পী ও কলাকুশলীরা। নিউ নর্মালে কিছু কাজ শুরু হয়েছে। তবে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া শুটিং এবার শুরু করার প্রয়োজন বলে মনে করেন নওয়াজ।

আরও পড়ুন, মিথিলা এবার ‘রাজনীতিবিদ’, কিন্তু কোথায়?