সম্প্রতি মুম্বই লোকাল ট্রেনে ট্রাভেল করলেন কাহানি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। অথচ কেউ তাঁকে চিনতেও পারলেন না। ‘মাস্ক পরার জন্য এমন সম্ভব হচ্ছে’, বললেন নওয়াজ।
তিনি একটি ভিডিয়ো ভাগ করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। যেখানে প্ল্যাটফর্মে তিনি অপেক্ষা করছেন। তারপর একটি ট্রেনের কামরায় ট্রাভেল করছেন। তাঁর পরনে ছিল লাল টি-শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট। সাদা মাস্কে পুরো মুখ ঢাকা ছিল। পরে তাঁকে এই নিয়ে জিজ্ঞাসা করা হয় যদি কেউ চিনে নিত তাহলে? “আজকাল মাস্ক পরে থাকার জন্য খুব সুবিধে হয়েছে, কেউ চিনতে পারে না”, বললেন নওয়াজ।
কাজের দিক থেকে নওয়াজের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। যার মধ্যে ‘হিরোপন্তি ২’, ‘বোলে চুরিয়াঁ’ ছবি অন্যতম। এছাড়া কঙ্গনা রানাওয়াত আর অবনীত কৌর সঙ্গে ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতেও তাঁকে দেখা যাবে। গত বছর ‘গ্যাঙ্গস অফ ওয়াসিপুর’ অভিনেতা তাঁর ‘সিরিয়াস মেন’ ছবির জন্য আন্তর্জাতিক ইমি অ্যাওয়ার্ডসে মনোনীত হন। মনু জোসেফের একই নামের বই থেকে ব্যাঙ্গত্ম ছবি সিরিয়াস ম্যান।