ব্যাঙ্ককে গিয়ে ‘লাগামছাড়া’ নীল! খবর পেয়েই হাজির হলেন স্ত্রী তৃণা 

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 16, 2024 | 8:40 AM

টলিপাড়ার চর্চিত জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। মাঝেমধ্যেই তাঁদের নিয়ে বিচ্ছেদের খবর রটলেও তাঁরা আছেন ভালবাসায়। এবার সেই নীলই কিনা ব্যাঙ্ককে গিয়ে স্ত্রী তৃণার কাছে পড়লেন ধরা! শুধু কি তাই? খেলেন কানমোলাও। ব্যাঙ্কক মানেই লাগামছাড়া উন্মাদনা।

ব্যাঙ্ককে গিয়ে লাগামছাড়া নীল! খবর পেয়েই হাজির হলেন স্ত্রী তৃণা 
নীল-তৃণা।

Follow Us

টলিপাড়ার চর্চিত জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। মাঝেমধ্যেই তাঁদের নিয়ে বিচ্ছেদের খবর রটলেও তাঁরা আছেন ভালবাসায়। এবার সেই নীলই কিনা ব্যাঙ্ককে গিয়ে স্ত্রী তৃণার কাছে পড়লেন ধরা! শুধু কি তাই? খেলেন কানমোলাও। ব্যাঙ্কক মানেই লাগামছাড়া উন্মাদনা। আর সেই উন্মাদনাতে গা ভাসাতেই গিয়েছিলেন নীল! কিন্তু হায়! পিছু পিছু যে হাজির স্ত্রীও। ব্যস, যা হওয়ার তাই হল! সব ইচ্ছে মাঠেই মারা গেল তাঁর। উপরি পাওনা বকুনি।

এমনই এক মজার রিলস ভিডিয়ো শেয়ার করেছেন নীল তাঁর ইনস্টাগ্রামে। হালফিলে ভাইরাল রিলস ‘গুড বয়েজ গোজ টু হেভেন/ ব্যাড বয়েজ গোজ টু ব্যাঙ্কক’-এর সঙ্গে লিপসিং করেছেন দু’জনের। এই মুহূর্তে নীল রয়েছে ব্যাঙ্ককে। সেখান থেকেই অনুরাগীদের হাসানোর প্রয়াস তাঁদের এই ভিডিয়ো! কমেন্ট সেকশনেও হাসির রোল। একজন লিখেছেন, “দাদা তুমি পারোও বটে”। আর একজনের বক্তব্য, “ভাগ্য ভাল এটা রিলস। যদি সত্যি হত তবে ভাব তো কেমন হতো?”

জরুরি কাজে শুক্রবার (১২ জানুয়ারি, ২০২৪) রাতে ব্যাঙ্কক গিয়েছেন তৃণা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পরই ঘটেছিল এক বিপত্তি। সিকিউরিটি চেক করার পর বিমান ধরবেন বলে তৃণা এগিয়ে যান গেটের দিকে। তারপরই অন্তত অপেক্ষা। সময় পেরিয়ে যায়। বোর্ডিং কিছুতেই হয় না বিমানের। এক ঘণ্টা, দু’ঘণ্টা কেটে যায়। টানা পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর বোর্ডিং করানোর ব্যবস্থা করা হয় বিমানে। সেই বেসরকারী বিমানসংস্থার প্রতি সামাজিক মাধ্যমে ক্ষোভও উগরে দিয়েছিলেন তৃণা। তবে আপাতত গন্তব্যে পৌঁছেছেন দু’জনেই। সে প্রমাণ তো সামাজিক মাধ্যমেই রয়েছে।

 

 

Next Article