
নীনা গুপ্তা যে কোনও লুকেই অনায়াসে মানিয়ে নিতে পারেন, তবে এই লুকটি হয়তো তাঁর জন্যও একটু বেশি অদ্ভুত হয়ে গিয়েছে। অভিজ্ঞ এই অভিনেত্রী শনিবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে দেখা যায় ভারী ও পেশিবহুল হাতে। এই পোস্টটি ছিল মেটা এআই-এর একটি বিজ্ঞাপন।
প্রথম ছবিতে নীনাকে ঘরে যোগব্যায়াম করতে দেখা যায়। তিনি একটি যোগ ম্যাটে বসে স্লিভলেস টপ পরেছিলেন, কিন্তু তাঁর ফুলে ওঠা বাইসেপস নজর কাড়ে। পরের দুটি ছবিতে তাঁকে শাড়িতে দেখা যায়, সেখানেও বিশাল পেশি চোখে পড়ার মতো ছিল এবং বেশ বিভ্রান্তি তৈরি করে।
নীনার অনুরাগীরা ছবিগুলো দেখে বেশ মজা পেয়েছেন। একজন বন্ধু লিখেছেন, “২ সপ্তাহ দেখা না হতেই… তেরে কো কেয়া হো গয়া বেবি।” অন্য একটি মন্তব্যে লেখা ছিল, “এত সাহসী কিছু শুধু নীনাজিই করতে পারেন। দারুণ লেগেছে।” অভিনেত্রী মানসী পারেখ লেখেন, “হাহাহাহা, আমি সত্যিই দু’বার তাকিয়ে দেখলাম।
বিষয়টা চর্চায় এসেছে কারণ এআই যে আগামী দিনে কী-কী করতে পারে, তার আভাস রয়েছে। অনেকে প্রথমে নীনার ছবি দেখে ঘাবড়েই গিয়েছিলেন। অভিনেত্রীকে এরপর দেখা যাবে সঞ্জয় মিশ্রর সঙ্গে ‘বধ ২’-এ। যশপাল সিং সান্ধু পরিচালিত এবং লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ প্রযোজিত, লভ ফিল্মস ব্যানারে তৈরি এই ছবি আইএফএফআই-তে প্রদর্শিত হয়েছে। ‘বধ ২’ আগের ছবির সরাসরি সিক্যুয়েল নয়, বরং একটি আত্মিক উত্তরসূরি হিসেবে তৈরি। আগের ছবিতে এক মধ্যবিত্ত দম্পতির গল্প দেখানো হয়েছিল, যাঁরা আমেরিকায় বসবাসরত ছেলের অবহেলার পর এক নিষ্ঠুর মহাজনের চাপে চরম পরিস্থিতির মুখোমুখি হয়। ছবিটি মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি।