ছেলের বিয়ে কবে, গত তিন সপ্তাহ ধরে হাজার বার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নীতু কাপুরকে। আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ে বলে কথা, কৌতুহলের পারদ তুঙ্গে উঠবে না বললে হয়! একের পর এক সেলেবের বিয়ে ঘিরে ঠিক যতটা মাতামাতি ছিল, সেই একই উন্মাদনার পারদ যে আলিয়া রণবীরের বেলাতেও থাকবে সেটাই বাস্তব, উল্টে জল্পনা হোক বা বিয়ে ঘিরে কৌতুহল চুরান্ত। কিন্তু কোথাও গিয়ে যেন সেই জল্পনাতে এবার জল ঢেলে দিয়েছিলেন খোদ রণবীর কাপুরের মা নিতু কাপুর। সেই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছিলেন সকলেই।
তবে হাতের নাগালে যখন পাওয়া গিয়েছিল নিতু কাপুরকে, তখন প্রশ্ন না করে নিজেদের আটকাতে পারেননি পাপরাজিৎরা। সপাট প্রশ্ন করে বসেছিলেন কবে বিয়ে! এর আগে পর্যন্ত মেজাজ ভালই ছিল তাঁর। কিন্তু ভ্যানের ওঠার আগে তিনি প্রশ্ন শুনে ঘুরে দাঁড়ালেন, বললেন, ‘তাঁরা যবেই বিয়ে করুক আপনাকে কেন জানাবো, এটা তাঁদের ব্যাপার’, তবে পাপরাজিৎরা এখানেই থেকে থাকলেন না, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তাঁরা বিয়ের সমস্ত খবরই জানা। সঠিক সময় পৌঁছেও যাবেন।
একদিকে যথন এভাবেি বাস্তবে গোপনে বিয়ের প্রস্তুতি চলছে, তখনই রিয়ালিটি শো-এর মঞ্চে ছেলে ও বৌমার বিয়ে দেখলেন নিতু কাপুর। এমন কি আলিয়ার ছবির গানে নেচে তাকও লাগালেন তিনি। সেই নাচের ভিডিয়ো বর্তমানে নেট পাড়ায় ভাইরাল। প্রকাশ্যে ছেলের বিয়ে নিয়ে বিয়ের আগের দিন মুখ খুললেও রিয়ালিটি শো-এর মঞ্চে তিনি এই বিয়ের আসরে সামিল হয়েছিলেন আগেই। যদিও এই নিয়ে বর্তমানে কোনও দ্বিমত নেই। কারণ একটাই, আলিয়া ভাট হলেন এখন আলিয়া কাপুর। কাপুর পরিবারের বউ। তাই এই রিয়ালিটি শো-তে তাঁর জমিয়ে নাচতে আর কোনও বাধা রইল না নিতু কাপুরের।