দীপিকার থেকে চেয়েও ‘সেটা’ পাচ্ছিলেন না রণবীর, রাখঢাক না করে সবটা বলেই দিলেন নীতু কাপুর
বনশালির সাঁওয়ারিয়া ছবি থেকে সবে বলিউডে পা দিয়েছেন ঋষি কাপুর ও নীতু কাপুর পুত্র রণবীর। প্রথম ছবি হিট না করলেও, চকোলেট বয় রণবীর মেয়েদের মনে ঝড় তোলেন।

বনশালির সাঁওয়ারিয়া ছবি থেকে সবে বলিউডে পা দিয়েছেন ঋষি কাপুর ও নীতু কাপুর পুত্র রণবীর। প্রথম ছবি হিট না করলেও, চকোলেট বয় রণবীর মেয়েদের মনে ঝড় তোলেন। এই ছবির পর রণবীর রীতিমতো বলিউডের নতুন পোস্টার বয় হিসেবে জনপ্রিয় হয়েছিলেন। তবে এর পাশাপাশি রণবীরের সঙ্গে জুড়ে যায় প্লেবয় ট্যাগ।
প্রথমে সোনম কাপুর, তারপর দীপিকা পাড়ুকোন, ক্য়াটরিনা কাইফ, নার্গিস ফকরি, শেষমেশ আলিয়াতে প্রেমের তরী ঠেকল রণবীরের। এখন তো কন্যাসন্তান নিয়ে সুখের সংসার। তবে রণবীরের এই লম্বা প্রেমিকার কথা অস্বীকার করেন তাঁর মা নীতু কাপুর। নীতুর কথায়, রণবীর ছিল একটাই গার্লফ্রেন্ড, তাঁর নাম দীপিকা পাড়ুকোন। নাহ, নীতু কাপুরের একথা গুঞ্জন নয়। বরং এক সাক্ষাৎকারে নীতু জানিয়ে ছিলেন এমনটাই। সঙ্গে ফাঁস করছিলেন, ঠিক কী কারণে দীপিকার সঙ্গে ব্রেকআপ করেছিলেন রণবীর।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, সেই সম্পর্কে রণবীর নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। উলটে, তাঁকে ঠকিয়ে ছিলেন। দীপিকার এই কথাকে একেবারেই ফুৎকারে উড়িয়ে দেন রণবীরের মা নীতু কাপুর। তিনি স্পষ্ট বলেন, রণবীর মোটেই ওরকম নয়। আসলে, রণবীর দীপিকার সঙ্গে যখন সম্পর্কে ছিল, তখন একটু স্পেশ চাইছিল। একটু প্রাইভেসি চেয়েছিল। দীপিকা সেটা দিতে পারেনি। আমার মনে হয়, এই কারণে রণবীর বিরক্ত হয়ে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। তবে রণবীর কিন্তু একেবারেই প্লেবয় ছিল না।





