AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সত্যিই কি বিয়ের দু’মাসে প্রেগন্যান্ট নেহা কক্কর? নাকি নিছকই রটনা!

বিয়ের দু'মাস কাটতে না কাটতেই অন্তঃসত্ত্বা নেহা কক্কর। 'খেয়াল রাক্ষা কর',নেহা আর রোহানপ্রীতের নতুন মিউজিক অ্যালবাম। জাম্পস্যুটে বেবিবাম্পের এই ছবিটি পাবলিসিটি সান্ট ছাড়া আর কিছুই না.

সত্যিই কি বিয়ের দু'মাসে প্রেগন্যান্ট নেহা কক্কর? নাকি নিছকই রটনা!
নতুন মিউজিক অ্যালবামে স্বামী রোহনপ্রীতের সঙ্গে নেহা
| Updated on: Dec 19, 2020 | 2:16 PM
Share

মুখে একগাল হাসি নিয়ে, দুহাতে বেবিবাম্প আগলে দাঁড়িয়ে নেহা কক্কর (Neha Kakkar)। আর স্ত্রী, হবু সন্তানকে জড়িয়ে স্বামী রোহনপ্রীত সিং (Rohanpreet Singh)।পোস্টে লেখা #খেয়াল রাক্ষা কর । শুক্রবার সকালে নেহা কক্করের এই ইনস্টাগ্রাম পোস্টে উত্তাল সোশ্যাল মিডিয়া।কমেন্ট বক্সে উপছে পড়ছে শুভেচ্ছার বন্যা। বিয়ের দুমাস কাটতে না কাটতেই এমন সারপ্রাইজ কেউই মনে হয় আশা করেননি। তবে এই ছবি দেখে দর্শকমহলে গুঞ্জন একটাই। তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা? অবশেষে সামনে এল আসল সত্যি। শনিবার সকালে নেহার এই পোস্ট অবসান ঘটাল সমস্ত জল্পনার।

খেয়াল রাক্ষা কর’,নেহা আর রোহানপ্রীতের নতুন মিউজিক অ্যালবাম। জাম্পস্যুটে বেবিবাম্পের এই ছবিটি পাবলিসিটি সান্ট ছাড়া যে আর কিছুই না। বোঝা গেল নেহার এই ইনস্টাগ্রাম পোস্টে। বিয়ের পর স্বামী রোহানপ্রীতের সঙ্গে এই মিউজিক অ্যালবামে দেখা যাবে নেহা কক্করকেও। শনিবার সকালে সামনে এল  অ্যালবামের প্রথম লুক। ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে খেয়াল রাক্ষা কর

আরও পড়ুনঃমা হচ্ছেন নেহা কক্কর? শেয়ার করলেন বেবিবাম্পের ছবি

নেহা আর রোহানের সম্পর্কের শুরুও এক বিয়ের মিউজিক ভিডিয়ো শুটের মাধ্যমে। আর তারপর দুমাস প্রেমপর্বের পর অক্টোবরে চার হাত এক হয়। বিয়ের প্রতিটা ছবিতে নেহা আর রোহনের মুখের হাসি বলে দিচ্ছিল তারা ঠিক কতটা খুশি। বিয়ের পরপরই হানিমুনের জন্য তারা উড়ে যান দুবাই। তার কয়েকদিন কাটতে না কাটতেই এই পোস্ট উস্কে দিয়েছিল অনেক ভাবনাই। নেহার ভাই টনি থেকে কপিল শর্মা, কারিশ্মা তন্নাদের কমেন্ট জোড়ালো করে নেহা রোহনপ্রীতের জীবনে নতুন অতিথি আসার সুখবর।