মা হচ্ছেন নেহা কক্কর? শেয়ার করলেন বেবিবাম্পের ছবি
করিনা কপূর, অনুষ্কা শর্মার পর ফের সুখবর বলিপাড়ায়, মা হচ্ছেন নেহা কক্কর (Neha Kakkar) । অন্তত নেহার ইনস্টাগ্রাম বলছে তেমনটাই। শুক্রবার জাম্প স্যুটে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে বেবিবাম্পের ছবি শেয়ার করলেন নেহা। ক্যাপশনে লিখলেন #খেয়াল রাক্ষা কর। নেহার স্বামী রোহনপ্রীতও ওই ছবির কমেন্টে লেখেন, “এখন থেকে তোমায় আরও সাবধানে থাকতে হবে নেহা”। শুধু রোহনই নন, […]
করিনা কপূর, অনুষ্কা শর্মার পর ফের সুখবর বলিপাড়ায়, মা হচ্ছেন নেহা কক্কর (Neha Kakkar) । অন্তত নেহার ইনস্টাগ্রাম বলছে তেমনটাই। শুক্রবার জাম্প স্যুটে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে বেবিবাম্পের ছবি শেয়ার করলেন নেহা। ক্যাপশনে লিখলেন #খেয়াল রাক্ষা কর। নেহার স্বামী রোহনপ্রীতও ওই ছবির কমেন্টে লেখেন, “এখন থেকে তোমায় আরও সাবধানে থাকতে হবে নেহা”।
শুধু রোহনই নন, নেহার ওই পোস্টে কমেন্ট করেছেন কপিল শর্মা থেকে শুরু করে করিশ্মা তান্না সহ বলিস্টারেরাও। ‘নেহু-রোহু’কে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁরা। নেহার দাদা টনি কক্করও উচ্ছ্বসিত। তাঁর মন্তব্য, “আরে আমি তো মামা হতে চলেছি”। নেহার স্বামী রোহনপ্রীতও ওই একই হ্যাশট্যাগ দিয়ে নেহার বেবিবাম্পের ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টা অ্যাকাউন্ট থেকে। দু’জনের হাসিহাসি মুখ, নতুন অতিথিকে ছুঁয়ে আছেন ওঁরা দু’জন। অপেক্ষা করছেন তার আগমনের। তবে স্বামী-স্ত্রী দু’জনেই হ্যাশট্যাগে #খেয়াল রাক্ষা কর ছাড়া বিশেষ কিছু লেখেননি। আর সে জন্যই নেটাগরিকদের একাংশের প্রশ্ন, এটি কি তাঁদের আসন্ন মিঊজিক ভিডিয়োর শুটের ছবি? নাকি সত্যিই প্রেগন্যান্ট নেহা?
View this post on Instagram
নেহা এবং রোহনের প্রেমটাও কিন্তু শুরু হয়েছিল এক বিয়ের মিউজিক ভিডিয়ো’র মাধ্যমেই। অগস্ট মাসে একটি মিউজিক ভিডিয়ো শুটের মধ্যে দিয়েই দু’জনের আলাপ। সেখান থেকেই প্রেম। নেহার থেকে বয়সে সাত বছরের ছোট রোহন। দু’মাসের প্রেম পর্বের পরেই বিয়ে করেন তাঁরা। এক স্বপ্নের বিয়ে। পোশাক থেকে সাজগোজ…সবেতেই ছিল আড়ম্বরের ছোঁয়া। হনিমুনের জন্য তাঁরা উড়ে গিয়েছিলেন দুবাই। ফিরে এসে আবার যোগ দিয়েছেন কাজে।
View this post on Instagram
নেহা বর্তমানে এক গানের রিয়ালিটি শো’র বিচারক। রোহনও ব্যস্ত তাঁর মিউজিক ভিডিয়ো নিয়ে। এরই মধ্যে এই সুখবর। বহু মানুষের শুভেচ্ছা। যদিও এরই মধ্যে নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন ছুড়েছেন, “বিয়ে হয়েছে মাত্র দু’মাস। নেহার বেবিবাম্প বলছে সে বেশ কয়েক মাসের অন্তঃসত্ত্বা। তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা?” বলিউডের ওই হ্যাপেনিং কাপলের যদিও এ সব সমালোচনায় ভ্রূক্ষেপ নেই। একে অপরের প্রেমে আপাতত বুঁদ তাঁরা।