AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের অ্যাকশন ধামাকা নিয়ে ফিরছেন আর্নল্ড সোয়ার্জেনেগার! ডেবিউ এবার ওটিটি প্ল্যাটফর্মে

'প্রতিবছর এই ধরনের প্রোজেক্টের উপর কাজ করার কথা বলে আসছে আমার ভক্তরা। সারা পৃথিবী থেকেই স্পাই অ্যাডভেঞ্চারের উপর তৈরি সিরিজে কাজ কেন করছি না কেন, এমন প্রশ্ন করেছেন ভক্তরা।'

ফের অ্যাকশন ধামাকা নিয়ে ফিরছেন আর্নল্ড সোয়ার্জেনেগার! ডেবিউ এবার ওটিটি প্ল্যাটফর্মে
আর্নল্ড সোয়ার্জেনেগার
| Updated on: May 20, 2021 | 8:04 PM
Share

স্পাই অ্যাডভেঞ্চার ড্রামা-প্রেমীদের জন্য সুখবর। ফের পর্দায় অভিনয় করতে চলেছেন হলিউডের নামী তারকা আর্লন্ড সোয়ার্জেনেগার। তবে বড় পর্দায় নয়। ওটিটি প্ল্যাটফর্মে একটি স্পাই অ্যাডভেঞ্চার সিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। তবে সিরিজের নাম কী তা এখনও ঠিক হয়নি। তবে সিরিজের গল্পে ফুটে উঠেছে বাবা-মেয়ের এক অভিনব সম্পর্কে রএকটি দিক, যেখানে দুজনেই গোপনে সিআইএ-এর মতো গোয়েন্দা সংস্থাতে কাজ করে চলেছে বিগত কয়েক বছর ধরে। সেখানে দু়জনেই সিআইএয়ের অপারেটিভ হিসেবে কাজ করেন বাবা-মেয়ে। সম্প্রতি নেটফ্লিক্স ঘোষণা করেছে, হলিউডের এই প্রবীণ অভিনেতা মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটিই তাঁর প্রথম টেলিভিশন প্রোজেক্ট। তিনি ছাড়াও রয়েছেন ‘টপ গান ম্যাভেরিক’ সিনেমার অভিনেত্রী মনিকা বার্বারো।

আরও পড়ুন: ‘রাধে’র ব্যর্থতার খেসারত দিতে হতে পারে ক্যাটরিনা-অক্ষয়কে!

স্করপিওন খ্যাত পরিচালক নিক স্যানতোরা জানিয়েছেন, এই সিরিজের গল্পের মূলস্রোত বয়ে গিয়েছে এক বাবা ও মেয়ের একটি সম্পর্কের কাহিনিকে সঙ্গে নিয়ে। উভয়েই বছরের পর বছর ধরে গোপনে গোপনে সিআইএ-র দক্ষ কর্মী হিসেবে কাজ করছেন। কিন্তু দেশের সুরক্ষার জন্য কেউই নিজের কর্মজীবন নিয়ে খোলসা করেন না। সেই গোপনীয়তা রাখতে গিয়ে বাবা-মেয়ে শিখেছে নানান পথ অনুসরণের উপায়।

তাঁরা বুঝতে পারেন, গোটা সম্পর্কটি একচি মিথ্যের সুতোয় ঝুলে রয়েছে। বাবা-মেয়ের সম্পর্ক কোনও সত্যতা নেই, বিশ্বাস নেই। একে অপরকে চেনে না, জানেও না। শুধুমাত্র একই ছাদের তলায় একসঙ্গে থাকা। সিরিজ জুড়ে গুপ্তচরবৃত্তি, চমত্‍কার অ্যাকশন, হিউমার ও সর্বজনীন পারিবারিক সম্পর্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দুর্দান্ত পদক্ষেপগুলিতে দর্শকমনে দাগ কাটবে বলে আশা নির্দেশক ও নির্মাতার।

আরও পড়ুন: শ্রীকান্ত তিওয়ারি নিঁখোজ! ১৯ মে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-র ট্রেলার রিলিজ

এ প্রসঙ্গে হলিউডের ৭৩ বছরের এই অভিনেতা কী বলছেন? তাঁর কথায়, ‘প্রতিবছর এই ধরনের প্রোজেক্টের উপর কাজ করার কথা বলে আসছে আমার ভক্তরা। সারা পৃথিবী থেকেই স্পাই অ্যাডভেঞ্চারের উপর তৈরি সিরিজে কাজ কেন করছি না কেন, এমন প্রশ্ন করেছেন ভক্তরা। তবে স্কাইড্যান্স ও নেটফ্লিক্স আমাকে অবশেষে এত বড় একটি সুযোগ দিয়েছে, আমি ভাগ্যবান। খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে চাই। নিক ও মনিকা আর গোটা টিমের সঙ্গে দেখার করার জন্য অপেক্ষায় আছি।’

আপাতত স্কাইড্যান্স টেলিভিশনের সঙ্গে যৌথ উদ্যোগে নিক স্যান্তোরা মোট আটটি সিরিজ বানানোর পরিকল্পনা করেছেন।