টুইটারে ‘বেপাত্তা’ কঙ্গনা! মিম-জোকের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

May 04, 2021 | 7:58 PM

অন্যদিকে ‘মণিকর্ণিকা’ অভিনেত্রী টুইটার থেকে বেপাত্তা হওয়ার পর থেকে নেটিজেনদের একের পর এক মিম-জোকসে্ ভেসে যাচ্ছে সোশ্যাল পাড়া।

টুইটারে বেপাত্তা কঙ্গনা! মিম-জোকের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়
কান্নায় ভেঙে পড়লেন কঙ্গনা

Follow Us

বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর টুইটার অ্যাকাউন্ট। কয়েক ঘন্টা আগে ফেসবুকে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর একের পর এক বিদ্বেষমূলক টুইট করেছেন কঙ্গনা, দাবি টুইটার কর্তৃপক্ষ। টুইটার জানিয়েছে তাদের পলিসির বিরুদ্ধে গিয়ে অবমাননাকর আচরণের জন্যই এমন পন্থা বেছে নিতে বাধ্য হয়েছে সংস্থা। যদিও কঙ্গনা চুপ করে থাকেননি। টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়ার পরেই ফেসবুকে এক ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী। শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন করেছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার।

 

আরও পড়ুন ফের হিন্দি ছবিতে ঋতাভরী, বিপরীতে কে ?

 

অন্যদিকে ‘মণিকর্ণিকা’ অভিনেত্রী টুইটার থেকে বেপাত্তা হওয়ার পর থেকে নেটিজেনদের একের পর এক মিম-জোকসে্ ভেসে যাচ্ছে সোশ্যাল পাড়া। কেউ লিখছেন ওয়েলডানটুইটার। কেউ লিখছেন একের পর এক সুখবর, টুইটার এবার স্যানিটাইজ হল। তৃতীয়জন লিখলেন, টুইটার দারুণ কাজ করল আজ।

দেখে নেওয়া যাক কঙ্গনাকেন্দ্রিক মিমগুলো…

 

 

 

Next Article