২০১৮-এ বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas)। এতদিন প্রিয়ঙ্কার কোনও সাক্ষাৎকারে একটা কমন প্রশ্ন ছিল। সন্তানের পরিকল্পনা। এখন সে প্রশ্ন সামলাতে হচ্ছে নিক জোনাসকেও।
সম্প্রতি বেবি প্ল্যান নিয়ে এক সক্ষাৎকারে নিককে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমাদের জার্নিটা তো বেশ ভালই চলছে। তবে আশা করি, অনেক সন্তান হবে আমাদের।’
প্রিয়াঙ্কাও যে কোনও সাক্ষাৎকারে ফ্যামিলি প্ল্যানিয়ের প্রশ্ন সামলেছেন খুব সহজ ভাবেই। তিনি বারবারই জানিয়েছেন, এ সিদ্ধান্ত ব্যক্তিগত। যখন সময় হবে, সকলেই জানাবেন তাঁরা।
পিডিএ করতে প্রিয়াঙ্কা-নিকের জুড়ি মেলা ভার। স্পেশ্যাল ডিনার হোক বা কোনও অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় আপডেট দেওয়া চাই তাঁদের। ২০১৮-এ রাজস্থানের উমেদ ভবনে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা-নিক। হিন্দু এবং খ্রিষ্টান রীতি মেনে বিয়ে করেছিলেন তাঁরা।
আরও পড়ুন, দেবলীনার প্রথম মঞ্চে অভিনয়, টেনশন নাকি উত্তেজনা?
বিয়ের পর থেকে নিকের যে কোনও প্রয়োজনে পাশে থেকেছেন প্রিয়াঙ্কা। সংসার তাঁর কাছে প্রায়োরিটি। সে কারণে কখনও তিনি নিজের কাজের সঙ্গে কম্প্রোমাইজ করেছেন বলে মনে করেন তাঁর ভক্তরা। অন্যদিকে প্রিয়ঙ্কা মনে করেন, তিনি ব্যক্তিগত এবং পেশাদার জীবন ব্যালান্স করতে পারেন। বলিউড ছাড়িয়ে তিনি গত কয়েক বছর ফোকাস করেছেন হলিউডে। অথচ সিনেপ্রেমী দর্শক তাঁকে আরও বেশি করে বলিউডে দেখতে চান। সদ্য নেটফ্লিক্সে ‘দ্য হোয়াইট টাইগার’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে।