‘সোনা’। এটাই প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) নতুন রেস্তোরাঁর নাম। নিউ ইয়র্কে নতুন রেস্তোরাঁ খুললেন পিগি চপস। শুরুর দিনেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। রেস্তোরাঁর নাম যে ‘সোনা’ রাখা হয়েছে, তা নাকি প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাসের (Nick Jonas) সাজেশন। আর এই তথ্য জানিয়েছেন প্রিয়ঙ্কা স্বয়ং।
কেন প্রিয়ঙ্কার নতুন রেস্তোরাঁর নাম ‘সোনা’ রাখার পরামর্শ দিলেন নিক? তার নেপথ্য কাহিনি জানতে গেলে নাকি তাঁদের বিয়ের গল্প জানতে হবে! প্রিয়ঙ্কা বলেন, “আসলে আমাদের বিয়ের সময় নিক ভারতে গিয়ে সোনা শব্দটা শিখেছে। ও জানে ইংরেজি গোল্ড শব্দের অর্থ সোনা। বিয়েতে প্রচুর সোনার গয়না পরতে দেখেছিল ও। ভালই হয়েছে, নামটা ও দিয়েছে।”
প্রিয়ঙ্কা আরও জানান, শুধু রেস্তোরাঁর নাম ঠিক করে দেওয়াই নয়। বেশ কিছু খাবার টেস্ট করা, ভিতরের কারুকার্য কেমন হবে, তা নিয়ে ভাবনাচিন্তাও করেছেন নিক। তাঁর রেস্তোরাঁয় সব রকম ভারতীয় খাবার পাওয়া যাবে বলে দাবি করেছেন প্রিয়ঙ্কা। ভালবাসায় মুড়ে তা নাকি অতিথিদের পরিবেশন করা হবে। “আমি আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছি। নিউ ইয়র্কের হৃদয়ে বসে এক টুকরো ভারত পাবেন আপনি”, বলেছেন তিনি।
রেস্তোরাঁর উদ্বোধনে হাজির থাকতে পারছেন না প্রিয়ঙ্কা। তবে তিনি দাবি করেছেন, সব রকম সতর্কতা মেনে খাবার তৈরি এবং পরিবেশন করা হবে তাঁর রেস্তোরাঁয়। করোনা পরবর্তী পৃথিবীতে নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে সকলকেই। সেই সব সাবধানতা অবলম্বন করেই তাঁর কর্মীরা কাজ করছেন বলে দাবি করেছেন তিনি। ফলে নিউ ইয়র্কে ভারতীয় স্বাদের খাবার খেতে আপনার ডেস্টিনেশন হতেই পারে প্রিয়ঙ্কার ‘সোনা’।