কেক কেটে ‘অপরাজিতা অপু’র সেটে কী সেলিব্রেশন হল?
এনটিওয়ান স্টুডিওতে শুটিং করছে গোটা টিম। এই সাফল্য আসলে গোটা টিমের। ক্যামেরার সামনে যাঁরা রয়েছেন, তাঁরা তো বটেই, ক্যামেরার পিছনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না বলেই মনে করেন সকলে।
অপুকে আপনি চেনেন তো? না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা সত্যজিৎ রায়ের অপুর কথা হচ্ছে না। এই অপু অপরাজিত।
ঠিক ধরেছেন, টেলিভিশনের পর্দায় ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের কথাই বলা হচ্ছে। আপনি যদি নিয়মিত ধারাবাহিকের দর্শক হন, তাহলে অপুকে নিশ্চয়ই চেনেন। এ হেন অপু পেরিয়ে এলেন বেশ কিছুটা পথ। সদ্য ধারাবাহিকের ১০০ পর্ব সম্পূর্ণ হল। কেক কেটে সেটেই সেলিব্রেট করলেন কলাকুশলীরা।
Today we have completed ? Episodes of “Aparajita Apu” Tent Cinema . And we r Celebrating for achieving the 1st…
Posted by Satabdi Nag on Friday, March 26, 2021
এই ধারাবাহিকে সুপর্ণা নামের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শতাব্দী নাগ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন। শতাব্দী লিখেছেন, ‘প্রথম মাইলস্টোন ছুঁয়ে ফেলেছি আমরা। সেটাই সেলিব্রেট করছি। আমাকে সুপর্ণা চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য সুশান্ত স্যারকে ধন্যবাদ। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য চ্যানেলকে ধন্যবাদ। সর্বোপরি দর্শকদের ধন্যবাদ। যে ভাবে তাঁরা ভালবেসেছেন, পাশে থেকেছেন, তেমনটাই বজায় থাকলে আমরা ১০০০ এপিসোডও করতে পারব।’
এনটিওয়ান স্টুডিওতে শুটিং করছে গোটা টিম। এই সাফল্য আসলে গোটা টিমের। ক্যামেরার সামনে যাঁরা রয়েছেন, তাঁরা তো বটেই, ক্যামেরার পিছনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না বলেই মনে করেন সকলে। একদিকে বাড়ির বয়স্কা সদস্যের অকারণ জেদ, অহেতুক যুক্তি, অন্যদিকে সমস্ত অন্যায়ের সামনে মাথা না ঝোঁকানো অপুর লড়াই মুগ্ধ করেছে টেলি দর্শককে। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত অপুর যাত্রা কোথায় শেষ হয়, তা দেখার জন্য অপেক্ষা করবেন তাঁরা। অজান্তেই যেন অপুর পক্ষ নিয়েছেন দর্শক। এতটাই ভালবাসা দিয়েছেন এই টিমকে। তাই সর্বোপরি দর্শককে ধন্যবাদ জানিয়েছে গোটা টিম।
আরও পড়ুন, ‘কী করে তোকে ভুলব জানি না’, দেবশ্রীকে বললেন মিঠুন