সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট। না! কখনও তিনি সরাসরি নুসরত জাহানের নাম লেখেননি বটে। কিন্তু নিজের পোস্টে নিখিল জৈন (Nikhil Jain) যেন নুসরতকেই কিছু বার্তা দিতে চেয়েছেন, এমনটাই মনে করেছেন নেট নাগরিকদের একটা বড় অংশ। ফের নিখিলের পোস্ট ঘিরে ধোঁয়াশা। তবে এবার তাঁর এক নতুন শখের বিষয় প্রকাশ্যে এসেছে।
ক্যামেরা হাতে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিখিল। ছুটির দিনে নতুন কিছু শুরু করলেন। হয়তো তাঁর ছবি তোলার শখ ছিলই। কিন্তু এতদিনে তা হাতে কলমে করে ওঠার সুযোগ হয়নি। এবার সেই শখ পূরণ করে ফেললেন নিখিল। ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলেন। এই নতুন শুরুর কথাই সোশ্যাল অডিয়েন্সের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
নুসরত জাহানকে বিয়ে করার পরই নিখিলের উপরও লাইমলাইট চলে এসেছে। তাঁর প্রতিটি পদক্ষেপই এখন নজরে রাখেন দর্শক। নুসরতের সঙ্গে তাঁর দাম্পত্য কলহের গুঞ্জন কয়েক মাস আগে থেকেই ইন্ডাস্ট্রিতে ছিল। পাশাপাশি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের বিশেষ বন্ধুত্বের কথাও চর্চায় উঠে আসে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই।
আরও পড়ুন, আমি দিদির পাশে থাকব, কিন্তু সব প্রার্থীদের শুভেচ্ছা: দেব
নতুন শখ শুরু করার প্রসঙ্গে নিখিল লিখেছেন, Better an “Oops” than a “what if”। এই কথার আদতে অর্থ কী, কাকে উদ্দেশ্য করে লিখেছেন, তা স্পষ্ট নয়। তবে ইদানিং নাকি নুসরত এবং নিখিল আলাদা থাকেন। তাই তাঁর যে কোনও পোস্টই নুসরতের জন্য বিশেষ বার্তা বলে মনে করেন সোশ্যাল দর্শক।