‘জোশ’, ‘এলওসি কারগিল’, ‘লক্ষ্য’ অভিনেতা শরদ কাপুর এবার কাঠগোড়ায়। অভিনেতার বিরুদ্ধে উঠল শ্লীলতাহানীর অভিযোগ। একটি মহিলার সঙ্গে অসৎ আচরণ, পাশাপাশি অস্বস্তিকর স্পর্শ করার অভিযোগ শরদের বিরুদ্ধে। ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। মুম্বইয়ের খার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, 32 বছর বয়সী এক মহিলা অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার বিশদ বিবরণে জানা গিয়েছে, অভিনেতা ওই মহিলাকে তাঁর বাড়িতে ডেকেছিলেন, সেই সময়ই তিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিলেন। এমন কি জোর করে তাঁকে স্পর্শও করেছিলেন।
অভিযোগকারী মহিলা জানিয়েছেন, অভিনেতার সঙ্গে তাঁর ফেসবুকের মাধ্যমে আলাপ। তারপরে তিনি তাঁর সাথে ভিডিয়ো কলের মাধ্যমেও কথা বলেছিলেন। শরদ নাকি উক্ত মহিলাকে বলেছিলেন যে তিনি শুটিং সম্পর্কে কথা বলতে তাঁর সঙ্গে দেখা করতে চান। এরপর, তিনি ফোনের মাধ্যমে লোকেশন পাঠিয়েছিলেন, তাকে খার অফিসে আসতে বলা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান যে এটি অভিনেতার অফিস নয়, বাড়ি।
সেই বিল্ডিংয়ের তৃতীয় তলার বাড়িতে পৌঁছলে এক ব্যক্তি দরজা খুলে ভিতর থেকে শারদ আওয়াজ দিয়ে তাঁকে শোওয়ার ঘরে আসতে বলেন। পুরো ঘটনাটি ওই মহিলা এক বন্ধুর কাছে বর্ণনা করেছেন, যিনি তখনই খার থানায় গিয়ে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অভিনেতার পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৭৪ ধারা, ৭৫ ধারা, এবং ৭৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।