নীল রঙা কেক। কেকের উপর বিভিন্ন পশুর সাজ। কিন্তু কেকটা অর্ধেক মনে হচ্ছে কি? অর্ধেকই তো। কারণ কেকটা যার জন্য, সেই ইউভান এক বছর হওয়ার পথে অর্ধেক পথ এগিয়ে গিয়েছে। অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) একমাত্র ছেলের বয়স হল ছয় মাস।
বাড়িতেই কেক কেটে ছেলের জন্মদিন সেলিব্রেট করলেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, টেবিলের উপরে রাখা কেক। ইউভানকেও বসিয়ে দেওয়া হয়েছে টেবিলের উপরেই। তাকে ধরে রয়েছেন শুভশ্রী।
দিন কয়েক আগেই রাজের হালিশহরের বাড়িতে ইউভানের অন্নপ্রাশনের আয়োজন হয়েছিল। সেখানকার কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে ভিডিয়ো আকারে শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে তিনি বলছেন, “ইউভান এখন আমার জীবন। আমার আর রাজের জীবন। আমি যখন প্রেগন্যান্ট ছিলাম, সব সময় ওকে ফিল করতাম। আমরা একসঙ্গে নিঃশ্বাস নিতাম।” ছেলের উদ্দেশ্যে তিনি বলেন, “তুমি অনেক বড় হও। আর নিজের সঙ্গে সঙ্গে বাকিদেরও ভাল রেখো।”
অন্যদিকে সেই ভিডিয়ো নিজের খুশি ভাগ করে নিয়েছেন রাজও। তিনি বলেছেন, “এই যে বাবা হয়েছি, এটা একটা অদ্ভুত ফিলিং। এর থেকে বেশি আর কিছু চাই না।” ইউভানের উদ্দেশ্যে তাঁর বার্তা, “তোমার সব কাজে আমাদের সাপোর্ট থাকবে।”
আরও পড়ুন, শারীরিক হেনস্থার অভিযোগ তুললেন সলমনের প্রাক্তন প্রেমিকা!
গত সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন রাজ এবং শুভশ্রী। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় সে। রাজ এবং শুভশ্রী দু’জনেই ছেলের ছবি এবং ভিডিও শেয়ার করেন। ইউভানের জনপ্রিয়তা এতটাই যে তার নামে প্রথমে ফেক সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। যা প্রকাশ্যে বন্ধ করার আর্জি জানিয়েছিলেন স্বয়ং রাজ। পরে অবশ্য ইউভানের নামে আলাদা করে পেজ তৈরি হয়েছে।
ইউভানের জন্মের ঠিক আগে ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন দম্পতি। রাজ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন। হারিয়েছেন তাঁর বাবাকেও। সে সময় একা হাতে সব সামলেছিলেন শুভশ্রী। আপাতত তাঁদের সুখের সময়। ছেলে এখন তাঁদের কাছে প্রায়োরিটি। আনলক পর্বে ধীরে ধীরে কাজেও ফিরছেন তাঁরা। ছেলের জন্মের পর নিজেকে টোনড রাখতে ফের জিমে ফিরেছেন শুভশ্রী। জমে থাকা ছবির কাজ শেষ করতে ফ্লোরে ফিরছেন। অন্য দিকে রাজ আসন্ন নির্বাচনে তৃণমূলের টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী কয়েকটা দিন নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকবেন তিনি।
আরও পড়ুন, মা নীনার কাছে বড় হলেও বাবা ভিভের সঙ্গে কেমন সম্পর্ক মাসাবার?