AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরপর দশটা ভূতের ছবি কেন দেখলেন নুসরত?

‘গেট আউট’, ‘দ্য শাইনিং’, ‘রোজমেরিজ বেবি’, ‘ডোন্ট ব্রিদ’, ‘এ কোয়াইট প্লেস’, ‘দ্য রিং’, ‘জু-অন’, ‘হেরেডিটারি’, ‘ওমেন’।

পরপর দশটা ভূতের ছবি কেন দেখলেন নুসরত?
নুসরত
| Updated on: Dec 06, 2020 | 5:16 PM
Share

নুসরত ভারুচা (Nushrratt bharuccha)বলিউডের পরিচিত নাম। কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে তাঁর অভিনীত ছবি ‘ছালাং’ মুক্তি পেয়েছে । তাঁর অভিনয় নিয়ে চর্চাও হয়েছে। তবে তাঁকে দর্শক চেনা শুরু করে বছর নয় আগে থেকে। ‘পেয়ার কা পঞ্চনামা’র সেই ‘নেহা’কে মনে আছে? যাকে দেখলেই ভয়ে তটস্থ থাকত রজত (কার্তিক আরিয়ান)। কে-ই বা ভুলতে পারে? সেই ‘নেহা’ মানে নুসরত ভারুচা ব্যাক টু ব্যাক দশ-দশটা ছবি দেখে ফেললেন!

আরও পড়ুন সুশান্তের জন্য ৫৭-তে এসে এই সিদ্ধান্ত নিলেন শেখর সুমন!

তাও আবার যে সে ছবি নয়। ভূতের ছবি। কিন্তু কেন? ‘ছোরি’ নামক এক হরর ফিল্মে অভিনয় করতে চলেছেন নুসরত ভারুচা। এবং সে কারণে চলছে তাঁর প্রস্ততি। ১০ হরর ছবি দেখা সে-ই অনুশাীলনের অংশ বলে জানান অভিনেত্রী।

নুসরত বলেন, “ব্যাক টু ব্যাক, ১০ দিনে ১০ হরর ফিল্ম (horror movies) দেখেছি। আমি ‘গেট আউট’, ‘দ্য শাইনিং’, ‘রোজমেরিজ বেবি’, ‘ডোন্ট ব্রিদ’, ‘এ কোয়াইট প্লেস’, ‘দ্য রিং’, ‘জু-অন’, ‘হেরেডিটারি’, ‘ওমেন’, ‘ওয়ান মিসড কল’  ‘ইট’’, ‘ডার্ক ওয়াটার’, ‘এ টেল অফ টু সিস্টার্স’ সব কটা ছবি দেখেছি।”

তিনি আরও বলেন, “১০ ভূতের ছবি দেখে আমি দশটি রাত ঘুমোতে পারিনি। কিন্তু এখন মনে হয় আমার প্রস্তুতি এবং অভিনীত চরিত্রের মাইন্ড স্পেসে ঢুকতে সিনেমাগুলো দেখার দরকার ছিল।”

‘ছোরি’ ছাড়াও নুসরত ভারুচা ‘হুরদাং’ ছবিতে অভিনয় করছেন। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সানি কৌশল, বিজয় ভর্মা। পরিচালক উমঙ্গ কুমার-এর ‘জনহিত মেঁ জারি’ ছবিতেও দেখা যাবে নুসরতকে।