‘এইসব পাবলিক খায় না’ যশ-নুসরতের নাচে ট্রোলের বন্যা নেটপাড়ায়
Yash-Nusrat Trolling: ইতিমধ্যেই গানের ভিউ ছাড়িয়েছে ৫ লাখের বেশি। সোশ্যাল মিডিয়াতেও এই গান নিয়ে বেজায় চর্চা চলছে। তাঁরাও এই গানে নেচে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।
নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। টলিপাড়ার চর্তিত এই জুটি এখন ব্যস্ত রয়েছেন তাঁদের আগামী ছবির প্রচারে। নাম মেন্টাল। ছবির পোস্টার থেকে শুরু করে ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যশ ব্যানারে আসতে চলেছে আরও এক ছবি। বলিউডে সদ্য ডেবিউ করেছেন যশ। এবার কলকাতায় ফিরে নুসরত ও নিজের ছবিতে দিয়েছেন নজর। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় এই জুটি। রিলস থেকে শুরু করে ভিডিয়ো ছবি ক্রমাগত আপলোড করে চলেছেন তাঁরা। সম্প্রতি নতুন গান ‘কী এক খান গান বানিইছে’ নিয়ে চর্চা তুঙ্গে। এই জুটি যেখানেই যাচ্ছেন ছবির প্রচারে সেখানেই এই গানের হুকস্টেপ রেখে যাচ্ছেন। ইতিমধ্যেই গানের ভিউ ছাড়িয়েছে ৫ লাখের বেশি। সোশ্যাল মিডিয়াতেও এই গান নিয়ে বেজায় চর্চা চলছে। তাঁরাও এই গানে নেচে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন।
আর তা পোস্ট হতেই এবার ট্রোলের বন্যা নেটপাড়ায়। কেউ লিখলেন, ইয়াসের মুভি তালিকায় আরেকটি ফ্লপ মুভি যুক্ত হতে যাচ্ছে। কারও কথায় হাস্যকর হাস্যকর। কেউ লিখলেন, দেখবো না তোমাদের অভিনয়, দেখে আমি মেন্টাল হইয়া যাইবো । কারও কথায় আবার, অন্যতম বাজে এবং ফ্লপ অভিনেতাদের তালিকায় শীর্ষে থাকা দুই …। যাতা। কেউ কটাক্ষ করে বললেন, এইসব এখন মার্কেটে চলে না, কারও কথায় আবার, এইসব পাবলিক খায় না রে ভাই, নিজেদের আর কতো সস্তা বানাবেন।
View this post on Instagram
যদিও নুসরত একাধিকবার স্পষ্ট করে বলে দিয়েছেন ট্রোল তাঁকে খুব একটা স্পর্শ করে না। তিনি এই নিয়ে খুব একটা ভাবতেও চান না। তবে একটা সময় এই ট্রোল তাঁকে শক্ত করে তুলেছে অনেক। লড়তে শিখেছেন তিনি। তাই এখন আর কান দেন না কোনও কিছুতেই।