‘দু’বার বিয়ে করে সম্পর্ক ঠিক রাখার উপদেশ?’ চরম ট্রোল্ড যশ-নুসরত
Relationship Gossip: নুসরত জাহানের অতীত উষ্কেই হোক কিংবা বডি শেমিং, কোনও না কোনও শর্তে তাঁদের বেজায় কটাক্ষের মুখে পড়তে হয় বারবার। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তাঁরা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই জুটির ছবি মেন্টাল। ছবির প্রচারেই ব্যস্ত এখন এই জুটি।

নুসরত জাহান ও যশ দাশগুপ্ত, একে অন্যের সঙ্গে সংসার করছেন বেশ কিছু বছর। এক পুত্র সন্তানকে নিয়ে তাঁদের সাজানো সংসার। এই সম্পর্কের বাঁধনে ছিল না কোনও লৌকিকতা, এই সম্পর্কের বাঁধনে কোনও সামাজিক রীতিনীতি ছিল না। তবুও তাঁরা টলিপাড়ার অন্যতম জুটি। তাঁদের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তবুও ট্রোল যেন কিছুতেই পিছু ছাড়ে না। নুসরত জাহানের অতীত উষ্কেই হোক কিংবা বডি শেমিং, কোনও না কোনও শর্তে তাঁদের বেজায় কটাক্ষের মুখে পড়তে হয় বারবার। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তাঁরা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই জুটির ছবি মেন্টাল। ছবির প্রচারেই ব্যস্ত এখন এই জুটি। তারই মাঝে এবার সম্পপ্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন যশ ও নুসরত।
সঙ্গীত বাংলায় এক সাক্ষাৎকারে নুসরত ও যশ মুখ খুললেন সম্পর্ক সুস্থ রাখার জন্য কী প্রয়োজন? উত্তরে যশ বললেন, ”যেমন জিমে গিয়ে রোজ শরীরচর্চা করে আমরা নিজের বডি মেনটেইন করি, তেমনই সম্পর্কের ক্ষেত্রেও রোজ খেটে সম্পর্কের স্বাস্থ্যেরও যত্ন নেওয়া উচিত। আমার মনে হয় যতই ব্যস্ত থারুন না কেন…”। যশের কথা শেষ হতে না হতেই নুসরত তাঁকে থামিয়ে বললেন, ”বিশ্বাস করুন, আর তা কোনওদিন ভাঙবেন না।”
View this post on Instagram
এই ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে না হতেই নেটিজেনরা হাজির এই জুটিকে নিশানা করতে। একের পর এক কমেন্ট ধেয়ে এল পোস্টে। কেউ লিখলেন, ‘দু’বার বিয়ে করে সম্পর্ক ঠিক রাখার উপদেশ?’ যদিও কটাক্ষকে এখন পাত্তাই দেন না এই জুটি। সেলেবদের জীবনের এক অংশ হয়ে দাঁড়ায় এই ট্রোল। তা এড়িয়ে যেতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী।





