বুড়োরা সব কিছু লুকোতে ওস্তাদ! পরকীয়া নিয়ে কাকে খোঁচা দিলেন টুইঙ্কল?
বিশেষ করে সম্প্রতি এই শোয়ে পরকীয়ার সম্পর্কে যে মতামত রেখেছেন টুইঙ্কল, তা নিয়ে বিতর্ক হয়েছে প্রচুর। তবে এসব বিতর্কে কান দেননি অক্ষয় কুমার ঘরনি। বরং পরকীয়ার ব্য়াপারে টুইঙ্কলের অবস্থান খুবই স্পষ্ট। আর এবার সেই মতামতের সপক্ষে নতুন যুক্তি সাজালেন টুইঙ্কল।

কাজলের সঙ্গে জুটি বেঁধে টুইঙ্কল খান্নার টকশো এখন টক অফ দ্য টাউন। বিশেষ করে সম্প্রতি এই শোয়ে পরকীয়ার সম্পর্কে যে মতামত রেখেছেন টুইঙ্কল, তা নিয়ে বিতর্ক হয়েছে প্রচুর। তবে এসব বিতর্কে কান দেননি অক্ষয় কুমার ঘরনি। বরং পরকীয়ার ব্য়াপারে টুইঙ্কলের অবস্থান খুবই স্পষ্ট। আর এবার সেই মতামতের সপক্ষে নতুন যুক্তি সাজালেন টুইঙ্কল। স্পষ্ট বললেন, ইয়ং জেনারেশন নয়, বরং বুড়োরা পরকীয়া, প্রেম এসব লোকাতে ওস্তাদ!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি টুইঙ্কল-কাজলের টক শোয়ে হাজির হয়েছিলেন ফারহা খান, অনন্য়া পাণ্ডে। সেই আড্ডাতেই ইয়ং জেনারেশনের প্রেম, পরকীয়া, একাধিক সম্পর্ক নিয়ে কথা উঠতেই টুইঙ্কল বলে ওঠেন, ”ইয়ং জেনারেশনের একটা জিনিস আমার খুব ভাল লাগে। যা করে তা বুক চিতিয়ে করে। সম্পর্কে থাকলে, তা জানিয়ে দেয়। পার্টনার বদলে ফেললেও তা জানিয়ে দেয়।” টুইঙ্কল খান্নার এমন মন্তব্যের উত্তরে পাল্টা দেন অনন্য়া পাণ্ডে। সে স্পষ্ট বলেন, সঙ্গীবদল আগেও হত, এখন হয়তো সবাইকে জানিয়ে, শুনিয়ে হয়। তাই সবার নজরে আসে।
অনন্য়ার এই কথায় সহমত পোষণ করে টুইঙ্কল বলেন, ”একেবারেই ঠিক, বুড়োরা সবকিছু লোকাতে ওস্তাদ!” টুইঙ্কলের এমন কথায় নেটিজেনরা, অক্ষয়ের পরকীয়া গন্ধ পাচ্ছেন। তবে বিতর্ক আটকাতে টুইঙ্কল স্পষ্ট বলেছেন, তাঁর এই মতামত ব্যক্তিগত জীবনে প্রযোজ্য নয়।
পরকীয়া নিয়ে কী বলেছিলেন টুইঙ্কল?
পরকীয়ার প্রতি সহমত পোষণ করে টুইঙ্কল বলেছিলেন, যৌনতা একটা রাতের ঘটনা। মজা শেষ, গল্প শেষ। ওটা কখনই দীর্ঘ প্রেম হতে পারে না। টুইঙ্কলের এমন মন্তব্যে ঝড় বয়ে গিয়েছিল সোশাল মিডিয়ায়। অনেকেই বলেছিলেন, অক্ষয় যদি এমনটা করেন, তাহলেও কি তিনি এমনটা ভাববেন?
