ওমের সঙ্গে এবার জুটি বাঁধছেন মেঘা, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

পরিচালক বিশ্বজিত্‍ মুখোপাধ্যায় একটা নতুন ছবি তৈরি করছেন। নাম 'শঙ্খবেলায়'। গল্প কীরকম? রজত আর বিথীকার ভালোবাসার গল্প। আবার সন্দীপ আর তৃষারও ভালোবাসার গল্প। ভালোবাসা মানুষের জীবনের এমন এক অমোঘ ঘটনা যা সকলের জীবনে কোনও না কোনও সময়, কোনও না কোনও রাস্তা দিয়ে এসে উঁকি দেয়। কারও কারও সঙ্গী হয়ে রয়ে যায়। আবার কেউ তাকে আশ্রয় দেয় না।

ওমের সঙ্গে এবার জুটি বাঁধছেন মেঘা, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

| Edited By: Bhaswati Ghosh

Aug 06, 2025 | 6:00 PM

পরিচালক বিশ্বজিত্‍ মুখোপাধ্যায় একটা নতুন ছবি তৈরি করছেন। নাম ‘শঙ্খবেলায়’। গল্প কীরকম? রজত আর বিথীকার ভালোবাসার গল্প। আবার সন্দীপ আর তৃষারও ভালোবাসার গল্প। ভালোবাসা মানুষের জীবনের এমন এক অমোঘ ঘটনা যা সকলের জীবনে কোনও না কোনও সময়, কোনও না কোনও রাস্তা দিয়ে এসে উঁকি দেয়। কারও কারও সঙ্গী হয়ে রয়ে যায়। আবার কেউ তাকে আশ্রয় দেয় না। রজত আর বীথিকার পরিচয় সেই কলেজ জীবনে। বন্ধুত্ব, ভালোলাগা থেকে ভালোবাসা। তারপর চার হাত এক হয়ে জীবনের পঞ্চাশ বছর একসঙ্গে কাটিয়ে দেওয়া। কিন্তু জীবন এক সময়ে থেমে যায়। বীথিকাকে এসে নিয়ে যায় এক শঙ্খচিল, এক অচীনপুরে।

বীথিকা নেই, রজত এটা বিশ্বাস করে না। সকলে বলে রজত মানসিকভাবে অসুস্থ। রজত কাউকে বোঝাতে পারে না, বীথিকা বেঁচে আছে তার অন্তরে, তার মননে। তার ভালোবাসায়। সন্দীপ আর তৃষা দু’ জনেই তাদের অতীতকে অতিক্রম করে একে অপরের কাছে আসে। তবে তৃষা আর সন্দীপের সম্পর্কেও ফাটল ধরে। যখন সন্দীপ তৃষার অতীত জানে। সন্দীপের পুরুষ-ইগো জাগ্রত হয়ে ওঠে। সন্দীপ তৃষার অতীতকে মানতে পারে না। এই নিয়েই গল্পের চলন। অভিনয় করছেন ওম সাহানি, মেঘা চৌধুরী, বিশ্বজিত্‍ চক্রবর্তী, লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, সঞ্জীব সরকার, বোধিসত্ত্ব মজুমদার, রজত গঙ্গোপাধ্যায়, শুভ্রজিত্‍ দত্ত, মৌসুমী ভট্টাচার্য, অলোক সান্যালের মতো অভিনেতা-অভিনেত্রীরা। শহরে শনিবারই শুটিং রয়েছে এই ছবির। কবে মুক্তি পাবে এই ছবি, তা এখনও ঠিক হয়নি।