ঐন্দ্রিলার মৃত্যুর ২ বছর পার, দিদি ঐশ্বর্য লিখলেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 20, 2024 | 12:49 PM

Aindrila Sharma: আরও একটা ২০ নভেম্বর। ২০২২ সালের এই দিনের স্মৃতি এখনও দগদগে। এসেছিল খবরটা। ১৯ দিনের লড়াইয়ের পর আর শেষ রক্ষা হয়নি। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রয়াণের দুবছর পার। বুধবার সকালে অভিনেত্রীর স্মৃতি আরও একবার উসকে দিলেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা। নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য।

ঐন্দ্রিলার মৃত্যুর ২ বছর পার, দিদি ঐশ্বর্য লিখলেন...

Follow Us

আরও একটা ২০ নভেম্বর। ২০২২ সালের এই দিনের স্মৃতি এখনও দগদগে। এসেছিল খবরটা। ১৯ দিনের লড়াইয়ের পর আর শেষ রক্ষা হয়নি। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রয়াণের দুবছর পার। বুধবার সকালে অভিনেত্রীর স্মৃতি আরও একবার উসকে দিলেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা। নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য। ক্যামেরার সামনে হেসে পোজ় দিয়েছেন বছর ২৪-এর ঐন্দ্রিলা। ছবি পোস্ট করে তিনি লেখেন, “ভাল থাকিস বোনু।” অনেকেই মন্তব্য করেছেন সেই পোস্টে। একজন লেখেন, “অভিশপ্ত একটা দিন আজ।” আবার একজন লিখেছেন, “তুমি যেখানেই থাকো খুব ভাল থেকো।”

২০২০ সালের ১ নভেম্বর আচমকাই এসেছিল খবরটা। শোনা গিয়েছিল হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। তবে ঐন্দ্রিলার অসুস্থতার বিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চাননি কেউ। কিন্তু এ খবর কি আর চাপা থাকে। শুধু অভিনেত্রীর পরিবার, পরিজন নয় সেই কটা দিন উদ্বেগের মধ্য়ে কাটিয়েছেন তাঁর অনুরাগীরাও। কিন্তু শত প্রার্থনাও শেষ রক্ষা করতে পারেনি।

 

ব্রেনস্ট্রোকের পরেই কোমায় চলে যান অভিনেত্রী। তবে ঐন্দ্রিলা না থেকেও যেন রয়েছেন সারাক্ষণ। তাঁর প্রতিটা স্মৃতি যত্ন করে বাঁচিয়ে রেখেছেন মা-বাবা, দিদি। আর অবশ্যই তাঁর সঙ্গী সব্যসাচী চৌধুরী। মাঝে মাঝেই বোনের স্মৃতিতে ডুব দেব দিদি ঐশ্বর্য। কিছু দিন আগেই বোনের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছিলেন ঐশ্বর্য। তিনি লেখেন, “আমি তখন ক্লাস সেভেন, বোনু তখন ক্লাস ফোর।”

উল্লেখ্য, ২০১৫ সালে নিজের জন্মদিনের দিনই শরীরে মারণরোগের কথা জানতে পারেন ঐন্দ্রিলা। তখন তাঁর বয়স মাত্র ১৭। অনেক চিকিত্‍সার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তার পর অভিনেত্রীর ঐন্দ্রিলার যাত্রা শুরু হয়। একের পর এক সিরিয়ালে দেখা যায় তাঁকে। অভিনয় করতে করতেই প্রেমিক সব্যসাচীর সঙ্গে আলাপ হয় তাঁর। ‘জিয়ন কাঠি’ সিরিয়ালে নায়িকা হিসাবে দেখা যায় তাঁকে। শুটিংয়ের মাঝেই আবারও ক্যানসার ধরা পড়ে। হয় অস্ত্রোপচার। বাঁ দিকের ফুসফুসের অর্ধেকটা বাদ দিতে হয়েছিল। ২০২১ সালে সুস্থ হয়ে উঠলেও শেষ রক্ষা হয়ে ওঠেন।

Next Article