
প্রায় ৩৫০ মহিলার সঙ্গে সহবাস করেছেন তিনি– নিজের আত্মজীবনীতে এমনটাই জানিয়েছিলেন সঞ্জয় দত্ত। বারেবারে তাঁর নাম জড়িয়েছে বিভিন্ন মহিলার সঙ্গে। আপাতদৃষ্টিতে ‘লেডিস ম্যান’ এই নায়ক আদপে কি সমকামী? অন্তত তাঁর মা নার্গিস মনে করতেন এমনটাই। কেন এমন মনে হয়েছিল নার্গিসের? সঞ্জয়ের আত্মজীবনীতে নিজেই লিখেছিলেন তাঁর বোন প্রিয়া।
নার্গিস প্রায়শই দেখতেন, ছেলে বন্ধু এলেই দরজা বন্ধ করে রাখেন সঞ্জয়। কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু দরজা খোলার নামমাত্র নেই ছেলের। তাঁর মনে হয়েছিল, সঞ্জয় সমকামী নয় তো? তবে বন্ধ দরজার আড়ালে সঞ্জয় মেতে উঠতেন অন্য খেলায়। সে খেলা নেশার, সে খেলা মাদকের। নার্গিস যদিও বিশ্বাস করতেন না ছেলে নেশা করেন, আত্মজীবনীতে এমনটাই লিখেছেন প্রিয়া। তবে ছেলের নামে নানা সমালোচনা তাঁর কানেও আসত। মানতে চাইতেন না নার্গিস। বরং বারেবারে দাবি করতেন, তাঁর ছেলে ওরকম নন।
সঞ্জয়ের প্রথম ছবি ‘রকি’ মুক্তি পাওয়ার ঠিক আগেই মারা যান নার্গিস। ছেলের সাফল্য এবং একইসঙ্গে জীবনের টানাপড়েনের সাক্ষী তিনি হতে পারেননি। সঞ্জয়ের জীবনও বর্ণময়। জীবনে নানা সময়ে এসেছে উত্থান পতন। তবে সে সব পেরিয়ে আজ তিনি নিজ জীবনে থিতু। জয় করেছেন ক্যানসারও। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাল আছেন তিনি।