‘আমি জানি ও আমায়…’, অমিতাভকে নিয়ে কোন সত্যি সামনে আনেন রেখা?
বলিউডের পরকীয়া সম্পর্কের প্রসঙ্গ উঠলেই অন্যতম এই জুটির নাম কখনই বাদ পড়ে না। আর তাঁরা হলেন, অমিতাভ বচ্চন ও রেখা। তাঁদের জুটির কথা এক বাক্যে ইতিহাস। একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা।

রেখা ও অমিতাভের সম্পর্কের মধ্যে থাকা সমীকরণের কথা ভক্তমহল হোক বা টিনসেল টাউন হোক, কারও অজানা নয়। বলিউডের পরকীয়া সম্পর্কের প্রসঙ্গ উঠলেই অন্যতম এই জুটির নাম কখনই বাদ পড়ে না। আর তাঁরা হলেন, অমিতাভ বচ্চন ও রেখা। তাঁদের জুটির কথা এক বাক্যে ইতিহাস। একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা।
তবে বাস্তবের মাটিতে এই সম্পর্ক অধরাই থেকে গিয়েছে। তবুও রেখা বারে বারে প্রমাণ করেছেন, এটা গুজব নয়, বাস্তব। তারই মধ্যে এক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী থেকেছিল এক রিয়ালিটি শো! সঞ্চালক নেহা কক্করকে প্রশ্ন করে বসেন একজন বিবাহিত পুরুষের প্রতি এত টান! সঞ্চালকের মুখ থেকে কথা টেনে মঞ্চে উপস্থিত রেখা বলেছিলেন, -আমায় জিজ্ঞেস করুন, আমি বলছি।
তাঁর এই একটা উত্তরেই সম্পূর্ণটা স্পষ্ট হয়ে গিয়েছিল। স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁর মনের গভীরে জমে থাকা ভালবাসার ইঙ্গিত। আগেও রেখা প্রকাশ্যে জানিয়েছিলেন, অমিতাভের প্রতি ভালবাসা প্রমাণ করার কিছু নেই, আমি জানি ও আমায় ভালবাসে, ও জানে আমি ওকে ভালবাসি, এই টুকুই যথেষ্ট।





