রামায়ণের রাম হতেন সলমনই, ভাইয়ের একটা ভুলে ভেস্তে গেল সবটা

ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছিল। প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল বলেও জানা যায়। এমনকি সলমনের ‘রাম’ রূপে কিছু প্রোমোশনাল শুটও সামনে এসেছিল। এদিকে বলিউডে তখন জোর গুঞ্জন...

রামায়ণের রাম হতেন সলমনই, ভাইয়ের একটা ভুলে ভেস্তে গেল সবটা

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 23, 2025 | 7:45 PM

নীতেশ তিওয়ারির পরিচালনায় আসছে বলিউডের অন্যতম বিগ বাজেট ছবি ‘রামায়ণ’, যেখানে রণবীর কাপুরকে দেখা যাবে ‘শ্রী রামচন্দ্র’-এর ভূমিকায়। বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার যশ ‘রাবণ’-এর চরিত্রে। তবে রণবীরের ‘রাম’ অবতারে লুক সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছে বলিউডের অন্যতম চর্চিত গসিপ। জানেন কি, বহু বছর আগে সলমন খান-ই হতে চলেছিলেন ‘রাম’।

সলমনের ‘রামায়ণ’ পরিকল্পনা করা হয়েছিল বিশাল বাজেটের কথা মাথায় নিয়ে। নব্বইয়ের দশকের শুরুর দিকের ঘটনা। তখন সলমন খান বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন। তাহলে এমন কী হল, যার জন্য সেই ছবি অসম্পূর্ণই থেকে গেল। সেই সময় তাঁর ছোট ভাই সোহেল খান এই ছবি বানানোর পরিকল্পনা করছিলেন। যেখানে সলমন খান থাকতেন রামের ভূমিকায়, আর সোনালী বেন্দ্রে-কে নেওয়া হয়েছিল সীতার চরিত্রে। ছবিতে এখ গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন পূজা ভাট।

ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছিল। প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছিল বলেও জানা যায়। এমনকি সলমনের ‘রাম’ রূপে কিছু প্রোমোশনাল শুটও সামনে এসেছিল। এদিকে বলিউডে তখন জোর গুঞ্জন— সলমনের ‘রামায়ণ’ হতে চলেছে নাকি সুপারহিট।

কিন্তু হঠাৎই সব থেমে যায়। মিড ডে-এর খবর অনুযায়ী, সোহেল খান ও পূজা শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন। সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে, পূজা প্রকাশ্যে বিয়ের কথাও বলে ফেলেছিলেন এক সাক্ষাৎকারে। তবে সমস্যা তৈরি হয় যখন খান পরিবারে এই সম্পর্ক নিয়ে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে, সেলিম খান এই সম্পর্ক মেনে নিতে পারেননি বলে জানা যায়। তিনি নাকি পরোক্ষভাবে সোহেলকে সম্পর্ক থেকে সরে আসতে নির্দেশ দেন। এরপর থেকেই ধীরে ধীরে টানাপোড়েন শুরু হয় ছবির টিমে। সম্পর্কের জটিলতা এবং পারিবারিক বিরোধের কারণে ছবির কাজ থেমে যায়। আর কোনওদিন সেই ছবির কাজ শুরু করা সম্ভবপর হয়নি।