Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই সামান্য কারণে শাহরুখ-অমিতাভের ছবি অফার ফেরান রাইমা? 

Raima Sen: রাইমা সেন যদিও একটা সময় খুব সামান্য কারণে একের পর এক ছবির কাজ ছেড়েছেন। যার মধ্যে অন্যতম হল শাহরুখ খান, অমিতাভ বচ্চনের ছবি 'মহব্বতেঁ'। কিন্তু কেন জানেন? কারণ শুনলে চমকে যাবেন।

এই সামান্য কারণে শাহরুখ-অমিতাভের ছবি অফার ফেরান রাইমা? 
Follow Us:
| Updated on: Jan 18, 2024 | 6:24 PM

রাইমা সেন। কেরিয়ার শুরু করেছিলেন বলিউড থেকেই। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ঝুলিতে ছবির সংখ্যা কম থাকলেও তাবড় তাবড় চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাঝে কিছু বছর তিনি একটা ক্যামেরার সামনে আসেননি। তবে চরিত্র পছন্দ হলে বর্তমানে কাজ ফিরিয়েও দিচ্ছেন না তিনি। ওটিটি থেকে শুরু করে ছবি, সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি ইতিমধ্যে। একাধিক ছবির সঙ্গে জড়িয়েছেন এখন তিনি। এরই মাঝে একবার চরিত্র ও ছবির কাজ নিয়ে মুখ খুললেন রাইমা সেন। অভিনয় থেকে সরে যেতে মোটেও চান না তিনি। বরং ভাল এক্সাইটেড চরিত্রের অপেক্ষাতেই রয়েছেন তিনি। তিনি জানিয়ে ছিলেন, অনেকেই মনে করছেন তিনি কাজ কমিয়ে দিচ্ছেন। এমনটা কখনই নয়। বরং উল্টোটাই বাস্তব। তিনি ভাল ছবির অপেক্ষা করছেন। কাজ বাছাইয়ের ক্ষেত্রে আরও একটু বেশি যত্নশীল হয়ে গিয়েছেন।

রাইমা সেন যদিও একটা সময় খুব সামান্য কারণে একের পর এক ছবির কাজ ছেড়েছেন। যার মধ্যে অন্যতম হল শাহরুখ খান, অমিতাভ বচ্চনের ছবি ‘মহব্বতেঁ’। কিন্তু কেন জানেন? কারণ শুনলে চমকে যাবেন। এক সাক্ষাৎকারে বলিউড কেরিয়ার নিয়ে মুখ খোলেন তিনি। জানিয়েছিলেন, তিনি বলিউড থেকে আরও বেশি কাজ পেতে পারতেন। তবে বলিউডে তিনি ডাক পেয়েও সাড়া দেন না। আজও সেই আক্ষেপ তাড়িয়ে নিয়ে বেড়ায়।

কেন ছেড়েছিলেন তিনি এই ছবির প্রস্তাব জানেন? এক সাক্ষাৎকারে করিনা কাপুর জানিয়ে ছিলেন, তিনি ডাক পেয়েছিলেন মহব্বতেঁ ছবি থেকে। তাঁকে অডিশন দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি সময় মতো যাননি। কারণ হিসেবে তিনি জানান, কোনও বিশেষ কারণই নাকি ছিল না। কেবল অলসতার জন্য তিনি নাকি যাননি অডিশন দিতে। তবে এই সিদ্ধান্তের জন্য কোথাও গিয়ে তাঁর আক্ষেপ হয়।