
অপারেশন সিঁদুরের সমর্থনে বলিউড থেকে টলিউডের তারকারা নানা ধরনের পদক্ষেপ করছেন। আলিয়া ভাট কান চলচ্চিত্র উত্সবে গেলেন না। দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে বিনোদন সংক্রান্ত বিভিন্ন ইভেন্ট বাতিল করে দেওয়া হচ্ছে। টলিপাড়ায় সম্প্রতি একটা ছবির প্রিমিয়ারে পোশাকের সঙ্গে তারকারা একটা ব্যাজ পরেছিলেন। এবার অপারেশন সিঁদুরের লোগো দেওয়া টি-শার্ট কেনার ধুম পড়ে গেল। অনলাইন শপিংয়ের মাধ্যমে প্রচুর মানুষ এমন টি-শার্ট কিনছেন। তাঁরা কর্মস্থলে এমন টি-শার্ট পরে গিয়ে ছবি তুলে, সেটা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। কত দাম এমন টি-শার্টের? ৭৭৯ টাকায় পাওয়া যাচ্ছে এরকম টি-শার্ট। অপারেশন সিঁদুরের লোগো দিয়ে যেরকম কিছু টি-শার্ট ডিজাইন করা হয়েছে, তেমনই অপারেশন সিঁদুরকে থিম করে কিছু পোশাক সংস্থা নতুন কালেকশন আনতে চলেছেন বলে চর্চা।
টলিপাড়ার এক অভিনেত্রীর কথায়, ”অপারেশন সিঁদুরকে থিম করে একটা রিল শুটিংয়ের কথা ভেবেছি। সেনাবাহিনীকে সম্মান জানিয়ে এই মুহূর্তে আমরা যেমন বিভিন্ন বার্তা পোস্ট করছি, তেমনই কোনও রিল শুটিং করা যেতে পারে। ভারতকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কোনও বার্তা দিলে সেটা ভালো হবে বলে মনে হয়।” সম্প্রতি টলিউডের এক প্রিমিয়ারে এমন টি-শার্ট পরে উপস্থিত হলেন টোটা রায়চৌধুরী। এমন টি-শার্ট কালেকশন নিয়ে কিছুজন বিরূপ মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, ”অপারেশন সিঁদুর বিষয়টাকে পণ্যে পরিণত করা ঠিক নয়। এরকম টি-শার্ট বাজারে নিয়ে এলেও তার দাম কম রাখা উচিত ছিল। যাতে সব ধরনের মানুষ সেটা কিনতে পারেন।” এমনই নানা মুনির নানা মত হলেও, এই টি-শার্ট কেনার যে হিড়িক পরে গিয়েছে, সেটা স্পষ্ট।