Oscars 2021 Nominations: প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস ঘোষণা করলেন মনোনীতদের নাম, দেখে নিন লিস্ট

utsha hazra | Edited By: রণজিৎ দে

Mar 16, 2021 | 6:17 PM

২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে অস্কার ২০২১। ঘোষিত হল মনোনীতদের নাম। দেখে নিন লিস্ট।

Oscars 2021 Nominations: প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস ঘোষণা করলেন মনোনীতদের নাম, দেখে নিন লিস্ট
অস্কার ২০২১ মনোনীতদের নাম ঘোষণা করলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস

Follow Us

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন ১৫ মার্চ তিনি এবং নিক জোনাস অস্কার ২০২১ মনোনয়ন পেশ করবেন তাঁরা। কথা মত তারকা দম্পতি মনোনীতদের নাম ঘোষণা করলেন।

৯৩ বছরে পা দিল অস্কার। এ বছর ‘মঙ্ক’, ‘মিনারি’, ‘নোম্যাডল্যান্ড’, এবং ‘দ্য ট্রায়াল অফ শিকাগো ৭’ এই চারটে ছবি একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে। এদের মধ্যে ‘মঙ্ক’ ছবিটি ১০টি বিভাগে মনোনীত হয়েছে। এই বছর প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যান ‘সেরা অভিনেতা’ বিভাগে মনোনীত হয়েছেন। তিনি এবছর ‘সেরা অভিনেতা’ বিভাগে মরণোত্তর ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কারও পেয়েছেন।

কে কোন বিভাগে মনোনীত হলেন, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখে নিন সেরা কয়েকটি মনোনয়নের ঝলক।

সেরা ছবি:

দ্য ফাদার
জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাশিয়া
মঙ্ক
দ্য ফাদার
মিনারি
নোম্যাডল্যান্ড
প্রমিসিং ইয়ং ওম্যান
সাউণ্ড অফ মেটাল
দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭

সেরা পরিচালক

থমাস ভিনটারর্বাগ, অ্যানাদার রাউন্ড
ডেভিড ফিনশার, মঙ্ক
লি অ্যাইজ্যাক চুঙ, মিনারি
ক্লো ঝাউ, নোম্যাডল্যান্ড
এমারল্ড ফেনেল,প্রমিসিং ইয়ং ওম্যান

সেরা অভিনেতা

রিজ আহমেদ, সাউণ্ড অফ মেটাল
চ্যাডউইক বোসম্যান, মা রায়াইন’স ব্ল্যাক বটম
অ্যান্থনি হপকিন্স, দ্য ফাদার
গ্যারি ওল্ডম্যান, মঙ্ক
স্টিভেন ইউয়ান, মিনারি

সেরা অভিনেত্রী

ভায়োলা ডেভিস, মা রায়াইন’স ব্ল্যাক বটম
অ্যান্ড্রা ডে, দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলি ডে
ভানেসা কিরবি,পিসেস অফ আ ওম্যান
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, নোম্যাডল্যান্ড
ক্যারি মুলিগ্যান,প্রমিসিং ইয়ং ওম্যান

সেরা সহ-অভিনেতা

সাচা ব্যারন কোহেন, দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭
ড্যানিয়েল কালুয়্যা, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাশিয়া
লেসলি ওডম, ওয়ান নাইট ইন মিয়ামি
পল রচি,সাউণ্ড অফ মেটাল
লাকিথ স্ট্যানফিল্ড, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাশিয়া

সেরা সহ-অভিনেত্রী

মারিয়া বাকালোভা, বরাট সাবসিক্যুয়েন্ট
গ্লেন ক্লোস, হিলবিল্লি ইল্যাগি
ওলিভিয়া কোলম্যান, দ্য ফাদার
আমান্ডা সেফ্রায়েড, মঙ্ক
য়্যু-জুঙ ইয়ন, মিনারি

সেরা অবলম্বিত চিত্রনাট্য

বরাট সাবসিক্যুয়েন্ট মুভিফিল্মস
দ্য ফাদার
নোম্যাডল্যান্ড
ওয়ান নাইট ইন মিয়ামি
দ্য হোয়াইট টাইগার

সেরা অরিজিনাল চিত্রনাট্য

উইল বারসন এবং শাকা কিং, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাশিয়া
লি অ্যাইজ্যাক চুঙ, মিনারি
এমারল্ড ফেনেল,প্রমিসিং ইয়ং ওম্যান
ডারিয়াস এবং আব্রাহাম মার্ডার, সাউণ্ড অফ মেটাল
আরন সরকিন, দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭

সেরা আন্তর্জাতিক ছবি

অ্যানাদার রাউন্ড,ডেনমার্ক
বেটার ডে’স, হং কং
কালেক্টিভ,রোমানিয়া
দ্য ম্যান হু সোল্ড হিস স্কিন, তুনিসিয়া
কুয়ো ভাডিস,আইডা?, বোসানিয়া

 

 

 

 

অতিমারির জন্য দু’মাস পিছিয়ে দেওয়া হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। এ বছর ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে অস্কার ২০২১।

আরও পড়ুন :গ্র্যামির মঞ্চে ইতিহাস গড়লেন বিয়ন্সে, ছাপিয়ে গেলেন সব রেকর্ড

Next Article