Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গ্র্যামির মঞ্চে ইতিহাস গড়লেন বিয়ন্সে, ছাপিয়ে গেলেন সব রেকর্ড

সোমবারই অনুষ্ঠিত হল ৬৩ তম গ্র্যামি অ্যাওয়ার্ড। ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সেখানেই আর অ্যান্ড বি (রিদিম অ্যান্ড ব্লুজ) বিভাগে 'ব্ল্যাক প্যারাড'-এর জন্য জীবনের ২৮ নম্বর গ্র্যামিটি জিতে নেন ওই মার্কিনী গায়িকা

গ্র্যামির মঞ্চে ইতিহাস গড়লেন বিয়ন্সে, ছাপিয়ে গেলেন সব রেকর্ড
গ্র্যামির মঞ্চে বিয়ন্সে।
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 10:43 AM

সঙ্গীতশিল্পী বিয়ন্সের মুকুটে নয়া পালক। সঙ্গীত জগতের সবথেকে সম্মানজনক পুরষ্কার গ্র্যামির মঞ্চে নতুন রেকর্ড গড়লেন তিনি। এখনও পর্যন্ত তিনিই একমাত্র মহিলা সঙ্গীত শিল্পী যিনি মোট ২৮টি গ্র্যামি পুরষ্কারের অধিকারী হয়েছেন। ছাপিয়ে গিয়েছেন মার্কিনী গায়িকা অ্যালিসন ক্রাউসের রেকর্ডও।

সোমবারই অনুষ্ঠিত হল ৬৩ তম গ্র্যামি অ্যাওয়ার্ড। ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সেখানেই আর অ্যান্ড বি (রিদিম অ্যান্ড ব্লুজ) বিভাগে ‘ব্ল্যাক প্যারাড’-এর জন্য জীবনের ২৮ নম্বর গ্র্যামিটি জিতে নেন ওই মার্কিনী গায়িকা। এ বারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কমেডিয়ান ট্রেভর নোয়া। অনুষ্ঠানের শুরুতেই তিনি বলেন, “আমি জানি একটা দীর্ঘ সময় ধরে কোনও কনসার্টে যেতে পারেননি আপনারা। আমিও পারিনি। অবশেষে কনসার্টকেই আপনাদের সামনে নিয়ে এলাম।”

শুধু বিয়ন্সেই নয়, ১৯ বছর বয়সী মার্কিনী সুরকার, সঙ্গীতশিল্পী বিলি এইলিস ছিনিয়ে নিয়েছেন ‘রেকর্ড অফ দ্য ইয়ার’-এর মুকুট। পাশাপাশি জনপ্রিয় গায়িকা টেলর সুইফট তাঁর ‘ফোকলোর’ অ্যালবামের জন্য পেয়েছেন ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’-এর তকমা। তবে এ সবের মাঝেই চমকে দিয়েছেন ২৬ বছর বয়সী অ্যামেরিকান র‍্যাপান মেগান দি স্ট্যালিয়ন। ২০২১ গ্র্যামির মঞ্চে তাঁর প্রাপ্ত পুরস্কারের সংখ্যা তিন। তাঁর ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ র‍্যাপ সঙ্গীত এবং শ্রেষ্ঠ র‍্যাপ পারফরমেন্সের সম্মান।

এক নজরে দেখে নিন গ্র্যামির মঞ্চে এ বারের উল্লেখযোগ্য বিজেতাদের

রেকর্ড অব দ্য ইয়ার- বিলি এইলিশ অ্যালবাম অব দ্য ইয়ার- টেলর সুইফটের ফোকলোর শ্রেষ্ঠ গান- আই কান্ট ব্রিদ শ্রেষ্ঠ নবাগত শিল্পী- মেগান দি স্ট্যালিয়ন শ্রেষ্ঠ পপ পারফরম্যান্স (একক)- ওয়াটারমেলন সুগার (হ্যারি স্টাইলস) শ্রেষ্ঠ পপ পারফরম্যান্স (যৌথ)- রেন অন মি (লেডি গাগা এবং অ্যারিয়ানা গ্র্যান্ডে) শ্রেষ্ঠ ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম- জেমস টেলরের অ্যামেরিকান স্ট্যান্ডার্ড শ্রেষ্ঠ পপ ভোকাল অ্যালবাম- দুয়া লিপার ফিউচার নস্টালজিয়া শ্রেষ্ঠ রক পারফরম্যান্স- ফিয়োনা অ্যাপলের শামেইকা শ্রেষ্ঠ মেটাল পারফরম্যান্স- বডি কাউন্টের বাম-রাশ শ্রেষ্ঠ রক গান- ব্রিটানি হোয়ার্ডের স্টে হাই শ্রেষ্ঠ রক অ্যালবাম- দ্য স্ট্রোকসের দ্য নিউ অ্যাবনরমাল শ্রেষ্ঠ আর অ্যান্ড বি পারফরম্যান্স- বিয়ন্সের ব্ল্যাক প্যারেড শ্রেষ্ঠ র‍্যাপ সঙ্গীত- মেগান দি স্ট্যালিয়নের স্যাভেজ যাতে অংশ নিয়েছিলেন বিয়ন্সেও