Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নতুন ‘সোলজার’-এর সূত্রে ফিরে দেখা মার্ভেল ইউনিভার্স

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা মানেই "মার্ভেলাস" কিছু একটা থাকবেই! মার্ভেল সুপারহিরোরা মার্ভেল ফ্যানেদের কাছে বরাবারই সুপারহিট। পুরানো হোক বা নতুন মার্ভেল যেন থাকে মনের মণিকোঠায়। একনজরে দেখে নেওয়া যাক অতীতের মার্ভেল।

| Updated on: Mar 19, 2021 | 6:59 PM
আয়রন ম্যান (২০০৮, ২০১০, ২০১৩): আয়রন ম্যান নামে যিনি পরিচিত, তিনি আসলে এক কোটিপতি এবং প্রতিভাবান উদ্ভাবক। টনি স্টার্ক। তাঁকে দিয়ে জোর করে একটি ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করানোর চেষ্টা হয়। তার পরিবর্তে, টনি বুদ্ধি এবং দক্ষতার কৌশলে একটি উচ্চ প্রযুক্তির স্যুট তৈরি করেন। এরই সাহায্যে তিনি বারবার দুনিয়াকে উদ্ধার করতে নামেন।

আয়রন ম্যান (২০০৮, ২০১০, ২০১৩): আয়রন ম্যান নামে যিনি পরিচিত, তিনি আসলে এক কোটিপতি এবং প্রতিভাবান উদ্ভাবক। টনি স্টার্ক। তাঁকে দিয়ে জোর করে একটি ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করানোর চেষ্টা হয়। তার পরিবর্তে, টনি বুদ্ধি এবং দক্ষতার কৌশলে একটি উচ্চ প্রযুক্তির স্যুট তৈরি করেন। এরই সাহায্যে তিনি বারবার দুনিয়াকে উদ্ধার করতে নামেন।

1 / 10
হাল্ক (২০০৮): বিজ্ঞানী ব্রুস বার্নার এক গবেষণা করার সময় গামা রশ্মির ভুল প্রয়োগের ফলে এক অতিকায় সবুজ প্রাণীতে পরিণত হন। এই সবুজ প্রাণীই হল হাল্ক। অতিরিক্ত ক্রোধ, তেজের প্রকাশ ঘটে এই চরিত্রটির মধ্যে।

হাল্ক (২০০৮): বিজ্ঞানী ব্রুস বার্নার এক গবেষণা করার সময় গামা রশ্মির ভুল প্রয়োগের ফলে এক অতিকায় সবুজ প্রাণীতে পরিণত হন। এই সবুজ প্রাণীই হল হাল্ক। অতিরিক্ত ক্রোধ, তেজের প্রকাশ ঘটে এই চরিত্রটির মধ্যে।

2 / 10
থর (২০১১, ২০১৩, ২০১৭): থর হলেন নর্স মাইথোলজির বজ্রদেবতা। অ্যাসগার্ডিয়ান দেবরাজ ওডিনের পুত্র। অসাধারণ ক্ষমতার অধিকারী। শত্রুদের হাত থেকে অ্যাসগার্ডকে সামলে, নানা সাহসিকতার কাজ করেন থর তাঁর প্রিয় অস্ত্র হ্যামার দিয়ে।)

থর (২০১১, ২০১৩, ২০১৭): থর হলেন নর্স মাইথোলজির বজ্রদেবতা। অ্যাসগার্ডিয়ান দেবরাজ ওডিনের পুত্র। অসাধারণ ক্ষমতার অধিকারী। শত্রুদের হাত থেকে অ্যাসগার্ডকে সামলে, নানা সাহসিকতার কাজ করেন থর তাঁর প্রিয় অস্ত্র হ্যামার দিয়ে।)

3 / 10
ক্যাপ্টেন আমেরিকা (২০১১, ২০১৪, ২০১৬): ক্যাপ্টেন আমেরিকা- মার্ভেলের সিনেমা। ‘ক্যাপ্টেন আমেরিকা’য় অ্যাভেঞ্জারকে প্রথম পাওয়া যায়। মার্ভেল ইউনিভার্সের প্রথম দিকে স্টিভ রজার্স স্বেচ্ছাসেবক হিসেবে একটি পরীক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেন, যা তাকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে সুপার সোলজারে পরিণত করে। এই পরীক্ষায় যোগদানের পর তিনি অসীম ক্ষমতার অধিকারী হন। এর পাশাপাশি তিনি এমন শক্তি পান, যার ফলে তিনি একই বয়সে আটকে থাকেন। নিউ ইয়র্কে যে কোরও সমস্যার সমাধান করতে ক্যাপ্টেনকে বরাবরই পাওয়া যায়।

ক্যাপ্টেন আমেরিকা (২০১১, ২০১৪, ২০১৬): ক্যাপ্টেন আমেরিকা- মার্ভেলের সিনেমা। ‘ক্যাপ্টেন আমেরিকা’য় অ্যাভেঞ্জারকে প্রথম পাওয়া যায়। মার্ভেল ইউনিভার্সের প্রথম দিকে স্টিভ রজার্স স্বেচ্ছাসেবক হিসেবে একটি পরীক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেন, যা তাকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে সুপার সোলজারে পরিণত করে। এই পরীক্ষায় যোগদানের পর তিনি অসীম ক্ষমতার অধিকারী হন। এর পাশাপাশি তিনি এমন শক্তি পান, যার ফলে তিনি একই বয়সে আটকে থাকেন। নিউ ইয়র্কে যে কোরও সমস্যার সমাধান করতে ক্যাপ্টেনকে বরাবরই পাওয়া যায়।

4 / 10
অ্যাভেঞ্জার্স (২০১২, ২০১৫, ২০১৮, ২০১৯): অ্যাভেঞ্জার্স সিনেমাটিতে সব অ্যাভেঞ্জার্সরা একসূত্রে বাঁধা। মূল ভিলেন থ্যানোস। নিজেকে সর্বশক্তিমান মনে করে। সব ইনফিনিটি স্টোন নিয়ে থ্যানোস একের পর এক সুপারহিরোকে শেষ করতে থাকে। ও নিজেকে সুপারভিলেন হিসেবে প্রমাণিত করে।

অ্যাভেঞ্জার্স (২০১২, ২০১৫, ২০১৮, ২০১৯): অ্যাভেঞ্জার্স সিনেমাটিতে সব অ্যাভেঞ্জার্সরা একসূত্রে বাঁধা। মূল ভিলেন থ্যানোস। নিজেকে সর্বশক্তিমান মনে করে। সব ইনফিনিটি স্টোন নিয়ে থ্যানোস একের পর এক সুপারহিরোকে শেষ করতে থাকে। ও নিজেকে সুপারভিলেন হিসেবে প্রমাণিত করে।

5 / 10
গার্ডিয়ানস অব গ্যালাক্সি (২০১৪, ২০১৭): গার্ডিয়ানস অব গ্যালাক্সি- গার্ডিয়ানস অব গ্যালাক্সি হল মহাকাশকেন্দ্রিক অ্যাকশন প্যাকড ছবি। মহাজগৎকে রক্ষা করার জন্য এক চোর পিটার কুইল এক অসম দল নিয়ে তার যাত্রা শুরু করেন। এই দলে অসাধারণ সব ক্ষমতার অধিকারী প্রাণীরা ছিলেন। সবুজ গামোরা সবার নজর কাড়ে। এছাড়াও ভিনগ্রহের গাছ গ্রুট, দুষ্টু রকেট র‍্যাকুন, পেশিবহুল ড্র্যাক্সও সবসময় সাহায্য করেছে পিটারকে।

গার্ডিয়ানস অব গ্যালাক্সি (২০১৪, ২০১৭): গার্ডিয়ানস অব গ্যালাক্সি- গার্ডিয়ানস অব গ্যালাক্সি হল মহাকাশকেন্দ্রিক অ্যাকশন প্যাকড ছবি। মহাজগৎকে রক্ষা করার জন্য এক চোর পিটার কুইল এক অসম দল নিয়ে তার যাত্রা শুরু করেন। এই দলে অসাধারণ সব ক্ষমতার অধিকারী প্রাণীরা ছিলেন। সবুজ গামোরা সবার নজর কাড়ে। এছাড়াও ভিনগ্রহের গাছ গ্রুট, দুষ্টু রকেট র‍্যাকুন, পেশিবহুল ড্র্যাক্সও সবসময় সাহায্য করেছে পিটারকে।

6 / 10
অ্যান্ট-ম্যান (২০১৫, ২০১৮): অ্যান্ট ম্যান- নাম শুনেই বোঝা যাচ্ছে পিঁপড়ে-মানবকে কেন্দ্র করে এই সিনেমা। ডক্টর হ্যাঙ্ক পিম স্পেকট্যাকুলার এক স্যুট বানান, যা অ্যান্ট-ম্যান স্যুট বলেই পরিচিত। এই স্যুট পরে সিনেমার হিরো স্কট যে কোনও সময়, যে কোনও জায়গায় গিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করে আসতে পারে।

অ্যান্ট-ম্যান (২০১৫, ২০১৮): অ্যান্ট ম্যান- নাম শুনেই বোঝা যাচ্ছে পিঁপড়ে-মানবকে কেন্দ্র করে এই সিনেমা। ডক্টর হ্যাঙ্ক পিম স্পেকট্যাকুলার এক স্যুট বানান, যা অ্যান্ট-ম্যান স্যুট বলেই পরিচিত। এই স্যুট পরে সিনেমার হিরো স্কট যে কোনও সময়, যে কোনও জায়গায় গিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করে আসতে পারে।

7 / 10
ব্ল্যাক প্যান্থার (২০১৮):  ওয়াকান্ডার রাজার মৃত্যুর পরে সিংহাসনে বসেন টি চালা। ভাইব্রেনিয়ামের এক উল্কাপিণ্ডের অধিকারী টি চালা অতিমানবীয় ক্ষমতার অধিকারী হন। ব্ল্যাক প্যান্থার নামে পরিচিতও হন। ওয়াকান্ডার পুরানো শত্রু যখন হাজির হয়, প্রশ্ন ওঠে টি চালার রাজ্য চালনা নিয়ে। ব্ল্যাক প্যান্থারকে তখন পরীক্ষা করা হয়। তাঁর শত্রুদের পরাস্ত করতে এবং তাঁর বাহিনীর জীবনযাত্রার সুরক্ষার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যান তিনি।

ব্ল্যাক প্যান্থার (২০১৮): ওয়াকান্ডার রাজার মৃত্যুর পরে সিংহাসনে বসেন টি চালা। ভাইব্রেনিয়ামের এক উল্কাপিণ্ডের অধিকারী টি চালা অতিমানবীয় ক্ষমতার অধিকারী হন। ব্ল্যাক প্যান্থার নামে পরিচিতও হন। ওয়াকান্ডার পুরানো শত্রু যখন হাজির হয়, প্রশ্ন ওঠে টি চালার রাজ্য চালনা নিয়ে। ব্ল্যাক প্যান্থারকে তখন পরীক্ষা করা হয়। তাঁর শত্রুদের পরাস্ত করতে এবং তাঁর বাহিনীর জীবনযাত্রার সুরক্ষার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যান তিনি।

8 / 10
ডক্টর স্ট্রেঞ্জ (২০১৬): ডক্টর স্ট্রেঞ্জ হলেন এক বিশ্বখ্যাত নিউরোসার্জেন। যার জীবন একেবারে পাল্টে যায় এক গাড়ি দুর্ঘটনার পর। সব রকম চিকিৎসা যখন তাঁকে সারিয়ে তুলতে ব্যর্থ, তখন তিনি এক রহস্যময় হিলিং টেকনিকের সাহায্য নেন, যা তাঁর জীবন একেবারে বদলে দেয়। এরপরই অসাধারণ জাদু ক্ষমতার অধিকারী হন ডক্টর স্ট্রেঞ্জ।

ডক্টর স্ট্রেঞ্জ (২০১৬): ডক্টর স্ট্রেঞ্জ হলেন এক বিশ্বখ্যাত নিউরোসার্জেন। যার জীবন একেবারে পাল্টে যায় এক গাড়ি দুর্ঘটনার পর। সব রকম চিকিৎসা যখন তাঁকে সারিয়ে তুলতে ব্যর্থ, তখন তিনি এক রহস্যময় হিলিং টেকনিকের সাহায্য নেন, যা তাঁর জীবন একেবারে বদলে দেয়। এরপরই অসাধারণ জাদু ক্ষমতার অধিকারী হন ডক্টর স্ট্রেঞ্জ।

9 / 10
ওয়ান্ডাভিশন (রিলিজ তারিখ - ১৫ জানুয়ারি,২০২১): ওয়ান্ডাভিশন এক অস্বাভাবিক দম্পতির গল্প। মার্ভেল স্টুডিওর এই অরিজিনাল সিরিজ  ১৫ জানুয়ারি থেকে ডিজনি + হটস্টারে দেখা যাচ্ছে। মূল চরিত্র ওয়ান্ডা / স্কারলেট উইচ এবং ভিশনকে এই সিনেমাতে দেখা যাবে অন্য অবতারে।

ওয়ান্ডাভিশন (রিলিজ তারিখ - ১৫ জানুয়ারি,২০২১): ওয়ান্ডাভিশন এক অস্বাভাবিক দম্পতির গল্প। মার্ভেল স্টুডিওর এই অরিজিনাল সিরিজ ১৫ জানুয়ারি থেকে ডিজনি + হটস্টারে দেখা যাচ্ছে। মূল চরিত্র ওয়ান্ডা / স্কারলেট উইচ এবং ভিশনকে এই সিনেমাতে দেখা যাবে অন্য অবতারে।

10 / 10
Follow Us: