MI vs SRH Playing XI IPL 2025: ওয়াংখেড়েতে জেন গোল্ড বনাম বোল্ড শর্মা! কী হতে পারে কম্বিনেশন?
MI vs SRH Preview: টানা হারে বিধ্বস্ত সানরাইজার্স গত ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ঘরের মাঠে পঞ্জাব কিংসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা। মুম্বই ইন্ডিয়ান্সও নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে।

জেনারেশন গোল্ড এবং বোল্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই দুটি ওয়ার্ড এবার অতি প্রচলিত। ওয়াংখেড়েতেও আলোচনায় দু-জন। আইপিএলে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দু-দলের পরিস্থিতিই টলমল ছিল। বেশ কিছু ম্যাচ খুব কাছে গিয়ে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্য় দিকে, টানা হারে বিধ্বস্ত সানরাইজার্স গত ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ঘরের মাঠে পঞ্জাব কিংসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা। মুম্বই ইন্ডিয়ান্সও নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে। ওয়াংখেড়েতে একটা রুদ্ধশ্বাস ম্যাচের প্রতীক্ষা।
আইপিএলে আজ আলোচনায় কিংবদন্তি রোহিত শর্মা এবং তরুণ বাঁ হাতি ব্যাটার অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল। সর্বকালের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। যদিও এ মরসুমে তাঁর ব্যাট কথা বলছে না। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার ও ক্যাপ্টেন দ্রুত রানে ফিরবেন, তারই প্রত্যাশায় মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। হয়তো আজ ওয়াংখেড়েতেই সেই দৃশ্য দেখার সুযোগ মিলল!
গত মরসুমে ধামাকা করা অভিষেক শর্মা এ বারের আইপিএলে শুরু থেকে রান পাচ্ছিলেন না। গত ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। সেঞ্চুরিই শুধু নয়, শেষ অবধি ১৪১ রানের বিশাল বড় ইনিংসে প্রত্যাবর্তন। সানরাইজার্সের থেকে গত ম্যাচে বিধ্বংসী ক্রিকেট দেখা গিয়েছে। ঠিক গত মরসুমের মতো। তবে সানরাইজার্সের ব্যাটিং যে টপ অর্ডার নির্ভর, বারবার তা সামনে এসেছে। জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টদের সামলে সানরাইজার্স যদি শুরুটা ভালো করতে পারে, চাপ বাড়বে মুম্বইয়ের।
হার্দিক পান্ডিয়াদের কাছে এ মরসুমে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে ওপেনিং পার্টনারশিপই। তাতে বদল করেও কোনও বিশেষ লাভ হয়নি। রোহিত রানে ফিরলে যে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ের চেহারাই বদলে যাবে এবং টিম অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবে, বলার অপেক্ষা রাখে না। কী হতে পারে আজকের কম্বিনেশন?
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, উইল জ্যাকস/করবিন বশ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, করণ শর্মা/বিগ্নেশ পুথুর
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি, ঈশান মালিঙ্গা/উইয়ান মুল্ডার